‘লকডাউন’ কী? কতটা নিয়ন্ত্রণে থাকবে জনতা?

‘লকডাউন’ কী? কতটা নিয়ন্ত্রণে থাকবে জনতা?

কলকাতা:  করোনা রুখতে বাংলার সমস্ত পুর-এলাকায় ‘লকডাউন’ ঘোষণা করেছে রাজ্য সরকার৷ কিন্তু, জানানেন কি এই ‘লকডাউন’ শব্দটি অর্থ?

‘লকডাউন’ অর্থাৎ তালাবদ্ধ৷ ক্যামব্রিজের অভিধানে বলা হয়েছে, কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষকে বের হতে না দেওয়া৷ অথবা কোনও স্থানে প্রবেশ করতে বাধা দেওয়া৷ অক্সফোর্ডের অবিধানে বলা হয়েছে, জরুরি প্রয়োজন হলে মানুষের সুরক্ষায় কোনও নিদিষ্ট এলাকায় জনতার প্রবেশে নিয়ন্ত্রণ করা৷

‘লকডাউন’ শব্দটির সরল বাংলা অর্থ হতে পারে ‘অবরুদ্ধ’৷ জরুরি প্রয়োজনে কোনও এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞাকেই বলা হতে পারে  অবরুদ্ধতা৷ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়াকেই বলা হচ্ছে লকডাউন৷ জরুরি পরিষেবা এর আওতার বাইরে৷ ‘লকডাউন’ না মানলে জরিমানা করা হতে পারে৷ ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান ছাড়া রয়েছে৷ গণজমায়েত, গণপরিবহণ বন্ধ৷

করোনা সংক্রমণ রুখতে এবার কলকাতায় লকডাউন করার কেন্দ্রের সুপারিশে অনুমোদন দিল রাজ্য সরকার৷ গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত কমপক্ষে ৭৫ জেলায় লকডাউন রাখার প্রস্তাব কেন্দ্রের তরফে৷ কেন্দ্রের সেই সুপারিশ অনুযায়ী আগামীকাল বিকাল থেকে গোটা বাংলার কলকাতা-সহ সমস্ত পুর-এলাকায় লকডাইন ঘোষণা করা হয়েছে৷ জারি হতে চলেছে বিজ্ঞপ্তি৷ ৩১ মার্চ পর্যন্ত এই নির্দেশ কার্যকর হবে৷ এই পরিস্থিতি বাড়িতে সুরক্ষিত থাকুন৷ গুজবে কান দেবেন না৷ সতর্ক থাকুন৷

কেন্দ্রের সুপারিশ মেনে রাজ্যের সমস্ত পুর এলাকা লকডাউন করার বিষয়েও নবান্ন চিন্তাভাবনা শুরু করে৷ পরে জরুরি ভিত্তিতে আগামীকাল বিকাল থেকে লাকডাউন বিধি কার্যকর হচ্ছে৷ সরকারি ভাবে লকডাউনের ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে৷ লকডাউন ঘোষণা করা হলেও অত্যাবশ্যকীয় পণ্য যেমন ওষুধের দোকান, মুদিখানা দোকান-সহ জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে৷ এই আওতায় জরুরি পরিষেবা অন্তর্ভুক্ত হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ বন্ধ থাকবে গণপরিবহণ ব্যবস্থা৷ সরকারি ভাবে ঘোষণা হলে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরানো উচিত সচেতন নাগরিকদের৷

জানা গিয়েছে, আজ জরুরিভিত্তিতে সমস্ত রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে কেন্দ্র৷ সেই বৈঠক থেকেল কলকাতা-সহ ৭৫ জেলারকে লকডাউন করার পরামর্শ দেওয়া হয়৷  আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করা হয়৷ আগামী ২৯ মার্চ পর্যন্ত ওড়িশায় একাধিক শহর লকডাইন করার ঘোষণা করা হয়েছে৷ আগামী ২৪ মার্চ পর্যন্ত জম্মু-কাশ্মীরে সমস্ত অফিস বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ চন্ডিগড়ে ৩০ মার্চ পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করা হয়েছে৷ ইতিমধ্যেই শাটডাউন ঘোষণা করেছে ভারতীয় রেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − twelve =