নির্মলার বাজেটে দাম বাড়ল কোন কোন পণ্যের, সস্তাই বা হল কী কী?

নির্মলার বাজেটে দাম বাড়ল কোন কোন পণ্যের, সস্তাই বা হল কী কী?

39d9e6284b5df7daa2fe801aec1d368f

 নয়াদিল্লি: আজ, বুধবার সংসদে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে পঞ্চমবার ‘পরীক্ষা কেন্দ্রে’ উপস্থিত হলেন তিনি৷ প্রতিবারের মতো এবারের বাজেট শেষে দ্রব্যমূল্যের উপর নজর সাধারণ মানুষের৷ অমৃত কালের প্রথম বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল? কোন কোন জিনিস হল সস্তা? এক নজরে দেখে নেওয়া যাক-  

আরও পড়ুন- সরকারি তহবিল নয় পিএম কেয়ার, RTI দরকার নেই! ফের জানাল কেন্দ্র

এবারের বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে বড় চমক রয়েছে। করমুক্তির ঘোষণায় স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। ৫ লক্ষ টাকা থেকে আয়করের ঊর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে বাজেটে। বুধবার বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নতুন ট্যাক্স রেটে, ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ এবং ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর দিতে হবে। এখন ৫ লক্ষ পর্যন্ত কোনও আয়কর দিতে হত না। এ বার সেই পরিমাণ বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হল।

•    এবারের বাজেটে বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। নতুন করে সস্তাও হয়েছে বেশ কিছু পণ্য। তবে এবারের বাজেটে ধূমপায়ীদের জন্য সুখবর শোনাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দাম বাড়ছে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে৷ ফলে চাপ বাড়তে চলেছে ধূমপায়ীদের পকেটে। 

•    সৌখিন রান্নাঘরে সজ্জিত ইলেকট্রিক চিমনির দাম বেড়েছে বাজেটে। কারণ চিমনির অন্তঃশুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার। পাশপাশি দাম বাড়ছে মিক্সার গ্রাইন্ডারের৷ 

•    দাম বাড়ছে রুপোর৷ রুপোর উপরে প্রযুক্ত অন্তঃশুল্কের পরিমাণ বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সাধারণ বাজেটে।

•    সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে কমছে মোবাইলের দাম৷ মোবাইলের অন্তঃশুল্কে ছাড় দিয়েছে কেন্দ্র। ফলে কমছে মোবাইলের দাম।

•    টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কে ছাড় দিয়েছে সরকার। ফলে সস্তা হচ্ছে টিভি৷  

•    সস্তা হচ্ছে ক্যামেরার লেন্স৷ লেন্সের উপর প্রযুক্ত শুল্ক কমানো হয়েছে বাজেটে।

•    শিশুদের জন্য রয়েছে সুখবর৷ দাম কমছে দেশি খেলনার৷ বাজেটে খেলনার উপর শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

•    দেশি সাইকেলের দামও কমতে চলেছে৷ দেশে তৈরি সাইকেলের উপর কর কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ 

•    বাজেটে দাম বাড়ছে বিদেশি ইলেকট্রিক গাড়ির৷ তবে কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। 

•    বিয়ের মরশুম চলছে৷ এর মধ্যে বাজেটে সুখবর৷ কমছে হিরের দাম। বাজেটে হিরের উপর প্রযুক্ত শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

•    বাজেটের পর সস্তা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। ব্যাটারির শুল্কে ছাড় দিয়েছে কেন্দ্রের সরকার। 

•    দাম বাড়ছে ইমিটেশন গয়নার৷ ইমিটেশন গয়নার উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ বাজেটে।

•    শুধু ইমিটেশন গয়নাই নয়৷ দাম বাড়ছে প্ল্যাটিনাম ধাতুর তৈরি যাবতীয় গয়নার৷ বাজেটে প্ল্যাটিনামের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার।

•    শুল্ক বাড়ানো হয়েছে সোনালি ধাতুর উপরেও৷ ফলে কিছুটা বাড়তে চলেছে সোনার দামও।

•    দাম বাড়ছে টায়ার-টিউবের৷ আমদানিকৃত রবারের উপর ধার্য শুল্কের হার ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দিয়েছে সরকার। ফলে দামি হচ্ছে টায়ার টিউব৷ 

•     রফতানি বাড়াতে চিংড়ির খাবারের উপরেও শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

•     কমছে লোহার রড, ইস্পাতের দাম।