আজ তলব অভিষেককে, হাজিরা এড়ালে কোন পথে হাঁটবে ইডি?

আজ তলব অভিষেককে, হাজিরা এড়ালে কোন পথে হাঁটবে ইডি?

abhishek banerjee

কলকাতা: রাজধানীতে চড়ছে রাজনীতির পারদ৷ মঙ্গলবার দিল্লিতে রয়েছে তৃণমূলের মেগা-কর্মসূচি। যন্তর মন্তরে অবস্থানে বসবেন এ রাজ্যের শাসক শিবিরের সাংসদ, বিধায়ক, নেতা-মন্ত্রীরা। এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ কলকাতার দফতরে আভিষেককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা৷ যদিও আজ হাজিরা দেবেন না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷ ইতিমধ্যেই টুইট করে অভিষেক জানিয়েছেন, দিল্লির কর্মসূচিতে তিনি থাকবেন তিনি। তবে ইডি সূত্রে খবর, তিনি যে হাজিরা দিচ্ছেন না, সোমবার রাত পর্যন্ত তেমন কোনও খবর বা তথ্য লিখিতভাবে সিজিও কমপ্লেক্সে  জানানো হয়নি। ফলে ইডি তদন্তকারীরা ধরে নিচ্ছেন অভিষেক হাজিরা দেবেন৷ সেই মতোই তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। ওদিকে হাই কোর্টেরও নির্দেশ, এই নোটিসের বিষয়টি কার্যকর করতে হবে ইডিকে। কলকাতা হাই কোর্টে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ৩ অক্টোবর যেন তদন্তের কাজ কোনও মতেই ব্যাহত না হয়। এই পরিস্থিতিতে আইনজীবী মহল থেকে রাজনীতৈক ক্ষেত্রে— সর্বত্র একটাই প্রশ্ন, অভিষেক শেষ পর্যন্ত হাজিরা না দিলে, কী করবে ইডি? 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সোমবার বিকেল পর্যন্ত ‘আসবেন না’ এমনটা জানিয়ে কোনও ই-মেল বা চিঠি তাদের কাছে আসেনি অভিষেকের তরফে। এক ইডি-কর্তার কথায়, ‘‘সোশ্যাল মিডিয়ায় লেখা কোনও কথা আমরা গ্রাহ্য করতে পারি না। না আসতে পারলে, সরাসরি তা জানানোটাই নিয়ম। একান্তই আসতে না পারলে, এ ক্ষেত্রেও নিশ্চয় তেমনটাই করা হবে।’’ নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে পড়া লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিষেককে।  সিইও-র তরফে গরহাজির থাকার কারণ জানিয়ে চিঠি আসার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে৷ 

মনে করা হচ্ছে আজ,সকাল সাড়ে ১০টার মধ্যে চিঠি বা ইমেল পাঠানো হতে পারে ইডি দফতরে। আবার  দিল্লির কর্মসূচি শেষে হয়তো আজই কলকাতায় ফিরে হাজিরা দিতে পারেন অভিষেক৷ তেমনটা হলে একই সঙ্গে তদন্তে সহযোগিতা করা ও আদালতের নির্দেশ কার্যকর করা সম্ভব হবে৷ এতে পরবর্তীতে আইনি সুবিধাও পেতে পারেন অভিষেক৷ তবে যেহেতু অভিষেকের হাজিরা এড়ানোর রেকর্ড প্রায় নেই,  সেক্ষেত্রে আজ হাজিরা এড়ালেও কোনও কড়া পদক্ষেপ করার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং তাঁকে পুনরায় নোটিস দিতে পারে ইডি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + eleven =