শীতের ব্যাটিং শুরু হতেই পশ্চিমী ঝঞ্ঝার ভ্রূকূটি! কমবে ঠান্ডার দাপট?

শীতের ব্যাটিং শুরু হতেই পশ্চিমী ঝঞ্ঝার ভ্রূকূটি! কমবে ঠান্ডার দাপট?

western storm

কলকাতা: মিগজাউমের প্রভাব কাটিয়ে সদ্যই কড়া শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে বঙ্গবাসী৷ হাড়কাঁপানো ঠান্ডা কলকাতা সহ দুই বঙ্গে৷ কিন্তু এরই মাঝে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রূকূটি৷ তবে কি ফের হোঁচট খাবে শীত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শীতপ্রেমী বাঙালিদের মনে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে উত্তর-পশ্চিম ভারতে।  যার প্রভাব পড়তে পারে বাংলাতেও৷ তেমনটা হলে শীতের চাদর সরিয়ে উর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামী ক’দিন কমবে ঠান্ডার দাপট৷ 

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার থাকবে। উত্তর-পশ্চিমে বাতাস বইবে। তবে উত্তুরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রির কাছে৷ উত্তরবঙ্গে দার্জিলিং-এর বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা শূন্যের নীচে নেমে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =