বিশ্বাস, করোনা সারবে কয়লার ফোঁটায়! কপালে তিলক কাটার হিড়িক

বিশ্বাস, করোনা সারবে কয়লার ফোঁটায়! কপালে তিলক কাটার হিড়িক

faba239a08516857b5a9747107dd4e75

ঘাটাল: করোনা মহামারীর সুযোগ নিয়ে বাজার কাঁপাচ্ছে একের পর এক গুজব৷ গোমূত্রের গুজবের পর এবার কয়লার সঙ্গে গঙ্গাজল মিশিয়ে ফোঁটা দেওয়ার হিড়িক৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কাঁপছে গোটা পশ্চিম মেদিনীপুর৷

করোনা ভাইরাস ঠেকানোর গুজবে হিড়িক পড়েছে ঘাটালে৷ গুজবের ছড়িয়েছে, বাড়ির উঠোন সংলগ্ন মাটি খুঁড়লেই নাকি পাওয়া যাবে কয়লা৷ আর সেই কয়লার সঙ্গে গঙ্গাজল মিশিয়ে কপালে তিলক কাটলে করোনার প্রভাব দূর হয়ে যাবে৷

গতরাত থেকে গুজব তীব্র আকার নিয়ে ঘাটাল থেকে শুরু করে চন্দ্রকোণা, ক্ষীরপাই থেকে গড়বেতা এলাকায়জুড়ে৷ গুজবের ঠেলায় কেউ কেউ আবার ফোঁটা নিয়ে শঙ্খ বাজাচ্ছেন৷ একে অপরের কলাপে লাগিয়ে দিচ্ছেন কয়লার ফোঁটা৷

গুজবের জেরে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ এখন কয়লা ফোঁটা নিতে মেতে উঠেছেন৷ অনেকের দাবি, তাঁরা বাড়িতে মাটি খুঁড়ে পয়েছেন কয়লা৷ সেই কয়লা দিয়ে কপালে তিলক কাটারে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়৷ গুজব ছড়িয়ে পড়তেই এলাকায় সচেতনতামূলক প্রচারের পরিকল্পনা নিয়েছে প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *