আরও কতদিন বৃষ্টি? কালীপুজো’ও মাটি! আগামী এক সপ্তাহের ওয়েদার রিপোর্ট | West Bengal Weather Update

 West Bengal Weather Update কলকাতা : শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি কমলেও এখনই অবশ্য বর্ষণে বিরাম নেই। আগামী ছ’দিন…

 West Bengal Weather Update

কলকাতা : শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি কমলেও এখনই অবশ্য বর্ষণে বিরাম নেই। আগামী ছ’দিন কমবেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

West Bengal Weather Update

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় শুধু আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা থাকছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। বিক্ষিপ্ত ভাবে এই সব জেলায় শনিবারও ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি আর কোনও জেলাতেই শনিবার আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।

Current Weather Conditions in West Bengal

কালীপুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টি (Weather Alerts and Warnings)

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে পরবর্তী ছ’দিন দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে হালকা অথবা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে কালীপুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Weather Alerts and Warnings

ঘূর্ণিঝড় ‘ডানা’ (Effect of Cyclone Dana)

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘ডানা’ বৃহস্পতিবার রাতে আছড়ে পড়ে ওড়িশার উপকূলে। শুক্রবার সকাল পর্যন্ত ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলেছে। বিকেলের মধ্যে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব বাংলার উপকূলে না পড়লেও এর প্রভাবে বৃষ্টি চলছে এবং চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Effect of Cyclone Dana

আরও পড়ুন..

জমি কিনতে গিয়ে ঠকে যাওয়ার ভয় পাচ্ছেন? ৩ নিয়ম মানুন

 

BengalWest Bengal Weather Update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *