কলকাতা: নিম্নচাপের চাদর সরতেই প্রশস্ত উত্তুরে হাওয়ার প্রবেশপথ৷ চলতি সপ্তাহের শেষেই বঙ্গে ব্যাটিং শুরু করবে শীত৷ কলকাতার পাশাপাশি দক্ষিণের বাকি জেলাগুলিতেও ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন ঘটবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ তবে শীত থিতু হতে আরও কিছুদিন সময় লাগবে৷ তবে আর কয়েক দিনের মধ্যেই আলমারি থেকে নামিয়ে আনতে হবে সোয়েটার৷ লাগবে লেপ-কম্বলও৷ ইতিমধ্যেই কিছুটা নেমেছে পারদ৷
আরও পড়ুন- আরও তলানিতে বঙ্গের করোনা সংক্রমণ, মুক্তির পথে বাংলা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯০ শতাংশের কাছাকাছি। গত কয়েকদিনে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল শীত৷ এবার তড়তড়িয়ে বাড়বে স্কোরবোর্ড৷ ইঙ্গিত হাওয়া অফিসের৷
সকাল হলেই বেশ হিমেল পরশ উপভোগ করছে শহরবাসী৷ তবে বেলা বাড়লেই বাড়ছে রোদের তেজ৷ সন্ধ্যা হতেই আবার ঠাণ্ডা হাওয়া৷ আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ আগামী পাঁচদিন রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভোর হলেই মিলবে হিমেল হাওয়ার পরশ৷ শীত শীত আমেজ ঘিরে ধরলেও এখনই রাজ্যে পাকাপাকিভাবে শীত পড়ছে না। জাঁকিয়ে শীত পরতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে৷ এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>