কলকাতা: একে ভোটের উত্তাপ, তার উপর করোনা পরবর্তী পরিস্থিতিতে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ, দুইয়ে মিলে এখন বেশ চাপেই রয়েছে রাজ্য সরকার। ভোটের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলছে বিরোধীরাও। এমতাবস্থায় পুলিশ বিভাগের বহু সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকারের পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড।
রাজ্য জুড়ে প্রায় ১২৫০টি শূন্যপদে পুলিশ কর্মী নিয়োগ করবে সরকার, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। ইতিমধ্যে শুরুও হয়ে গেছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। যে পদের জন্য আবেদন গ্রহণ করা চলছে সেটি হল পুলিশ টেলিকমিউশনের অধীনস্থ ওয়ারলেস অপারেটর। আকর্ষণীয় বেতনের এই চাকরিতে অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করার শেষ তারিখ ২২ মার্চ। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত দিনে বিকেল ৫টার মধ্যে আবেদন পত্র জমা না দিলে আর আবেদন গ্রহণ করা যাবে না। কারা কারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ পুলিশের এই চাকরিতে? আসুন জেনে নেওয়া যাক সেই খুঁটিনাটি।
শূন্যপদ: পশ্চিমবঙ্গ পুলিশ টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস অপারেটর হিসেবে মোট ১২৪৮টি পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে চলেছে রাজ্য। জানা গেছে এর মধ্যে মোট ১১২৬ জন পুরুষ এবং ১২৫ জন মহিলা কর্মী নিযুক্ত হবেন। প্রত্যেকেই নিযুক্ত হবেন যোগ্যতার ভিত্তিতে।
বয়সসীমা: পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৭-এর মধ্যে। ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স গণনা হবে। যদিও তফসিলি জাতি উপজাতিভুক্ত চাকরি প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় খানিক ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৩২ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওবিসি প্রার্থীরা পাবেন তিন বছরের ছাড়।
শিক্ষাগত যোগ্যতা: এই চাকরিতে আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কিংবা সমতুল্য কোনো বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পাশ করা আবশ্যক। এছাড়া প্রার্থীদের বাংলায় কথা বলা লেখা এবং পড়ার দক্ষতা থাকা দরকার। যদিও বাংলা জানার এই নিয়ম দার্জিলিং কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পুলিশি চাকরির জন্য নির্ধারিত শারীরিক মাপকাঠিও এক্ষেত্রে বিবেচ্য হবে।
আবেদন ফি: অনলাইন মাধ্যমে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ২৮০ টাকা। এছাড়া তফসিলি জাতি এবং উপজাতিভুক্তরা দেবেন শুধু প্রসেসিং ফি বাবদ ২৫টাকা। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (wbpolice.gov.in) গিয়ে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন জানাতে পারেন।