অর্ধেক ভোট পার, ডানকুনি স্টেশনে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী

অর্ধেক ভোট পার, ডানকুনি স্টেশনে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী

b149304715a10dba6d7c89aa8c1ae19b

ডানকুনি: কলকাতা হাই কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাজ্যে পঞ্চায়েত ভোট হলেও, সকাল থেকেই বাহিনী নিয়ে অভিযোগ রয়েছে৷ বহু বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নেই বলে অভিযোগ জানিয়েছেন বিরোধীরা৷ এরই মধ্যে উঠে এল অদ্ভূত এক চিত্র৷ 

আর্ধেক ভোট যখন পার, তখন ডানকুনি স্টেশন পৌঁছল কেন্দ্রীয় বাহিনী৷ সেখান থেকে ট্রাকে করে তাঁরা পৌঁছ গেল অন্যান্য জেলায়। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর থেকে দশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় হুগলিতে। হুগলির গ্রামাঞ্চলে মোট তেত্রিশ কোম্পানী বাহিনী মোতায়েন করা হয়েছে। বলাগড়ের বিভিন্ন বুথে দেখা যায় দুপুরের পর বাহিনী মোতায়েন করা হচ্ছে৷ 

উচ্চ আদালতের নির্দেশ ছিল, প্রতি বুথে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সমান অনুপাতে থাকবে। কিন্তু বাস্তবে সেই চিত্র কিন্তু দেখা গেল না৷ হাই কোর্টের পর্যবেক্ষণের পরেই কমিশন ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে পাঠায় কেন্দ্রের থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রথমে জানায় তারা ৩৩৭ কোম্পানি বাহিনীর বেশি দিতে পারবে না। সেই নিয়ে বিস্তর জলঘোলা চলে। কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে চিঠি-চাপাটির পর জানা যায়, শেষে কমিশনের আবেদন মতোই বকেয়া ৪৮৫ বাহিনী পাঠাবে কেন্দ্র। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *