কলকাতা: গ্রাম বাংলার শাসন ক্ষমতা দখলে রাজ্যজুড়ে চলছে বেলাগাম সন্ত্রাস৷ অথচ বহিরঙ্গে কমিশন নিরুত্তাপ৷ বেলা ১১টার পর কিছুটা নড়েচড়ে বসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ রাজ্য নির্বাচন কমিশনের তরফে সব জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে একটি টেক্সট মেসেজ পাঠানো হয়। বলা হয়, জানতে চাওয়া হয় জেলা ধরে ধরে কোথায় কোন বুথে কত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তার তালিকা পাঠান। ওই তালিকা স্পর্শকাতর ও স্পর্শকাতর নয় এমন শ্রেণিতে ভাগ করে পাঠাতে হবে৷ কত বাহিনী মোতায়েন করা হয়েছে সেই হিসাব চাইছি না। এরই মধ্যে নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়েরের আবেদন জানিয়ে টিটাগড় থানায় ইমেল করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। ব্যারাকপুর কমিশনার, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছেও সেই ইমেল ফরোয়ার্ড করেছেন কৌস্তভ।
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি নাকি ফোনে রাজীবকে বলেন, ‘আর কত রক্ত ঝরাবেন?’ নন্দীগ্রামের বিধায়ক নাকি আরও বলেছেন, ‘সন্ধ্যা ৬টায় কমিশনে যাচ্ছি। তালা ঝোলাবো সেখানে।’