রাজ্যে CAA আবেদনের শুনানি! যারা নথি দিতে পারল না তাঁদের কী হবে?

কলকাতা: লোকসভা নির্বাচনের মধ্যেই Citizenship Amendment Act এ নাগরিকত্ব দিতে শুনানি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। সূত্রের খবর, নদিয়ায় ইতিমধ্যে দুই শতাধিক আবেদন জমা পড়েছে। তবে…

কলকাতা: লোকসভা নির্বাচনের মধ্যেই Citizenship Amendment Act এ নাগরিকত্ব দিতে শুনানি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। সূত্রের খবর, নদিয়ায় ইতিমধ্যে দুই শতাধিক আবেদন জমা পড়েছে। তবে এর অনেকেই উপযুক্ত নথি জমা দিতে পারেননি। প্রশ্ন উঠেছে, তাঁদের এখন কী হবে?

নদিয়া জেলা ডাক বিভাগের সুপার গৌরাঙ্গচরণ ভেরা বলেছেন, “নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের নথিপত্র খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে।” যাঁরা বাংলাদেশ থেকে আসার নথিপত্র দেখাতে পারলেন না, তাঁদের কী হবে? ডাক বিভাগের সুপার এই প্রশ্নের সদুত্তর দেননি। তবে বিভাগেরই একটি সূত্রের দাবি, নথি দেখানোর জন্য তাঁদের ফের ডাকা হবে। তখনও যদি তাঁরা নথি দেখাতে না পারেন? এই প্রশ্নের জবাব মেলেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অবশ্য জানানো হয়েছে, পদ্ধতিগত ত্রুটিতে আবেদন বাতিল হতেই পারে। পুরোটাই নির্ভর করছে এমপাওয়ার্ড কমিটির উপরে। তবে কারও আবেদন বাতিল হলে তিনি ফের আবেদন করতে পারবেন। প্রশ্ন হল, এই সময়ের মধ্যে তিনি কি আর নাগরিক থাকছেন না? এর কোনও সদুত্তর দিল্লি থেকেও মেলেনি।

সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তা হলে কি এবার এই ধোঁয়াশা কাটাতে নতুন কোনো ধারা যোগ করা হবে? উত্তর দেবে সময়। কি হবে এতো এতো মানুষের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *