west bengal
কলকাতা: আসন্ন বিধানসভার অধিবেশনে দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতেই হবে৷ নির্দেশ তৃণমূল নেতৃত্বের। সেই লক্ষ্যে আসন্ন বিধানসভা অধিবেশন থেকেই বিধায়কদের হাজিরার বিষয়টি বাধ্যতামূলক করতে চাইছে এ রাজ্যের শাসক দল। চলতি সপ্তাহের শেষেই বসছে রাজ্যের বিধানসভা অধিবেশন। তার আগে তৃণমূলের বিজনেস অ্যাডভাইসরির বৈঠকে উপস্থিতি নিয়ে এমনই সিদ্ধান্ত নেওয়া হল৷
তৃণমূল সূত্রে খবর, এ বিষয়ে কড়া অবস্থান নিতে চলেছে দল৷ সেই লক্ষ্যে বিধায়কদের হাজিরার খাতাও চালু করা হচ্ছে৷ ঠিক হয়েছে, এখন থেকে মুখ্য সচেতক ও পরিষদীয় মন্ত্রীর ঘরে রাখা থাকবে বিধায়কদের হাজিরার খাতা। বিধানসভায় আসার পর এবং বিধানসভা থেকে বেরনোর সময় সেখানে লিখতে হবে বিধায়কদের। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর, চারদিন বিধানসভা অধিবেশন চলবে৷