রাজ্যে আজ সম্পূর্ণ লকডাউনে ৩ জেলার কী চিত্র দেখে নিন

লকডাউন কার্যকর করতে পথে নামেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। প্রয়োজনীয় কাজ ছাড়া যাঁরা বাইরে বেরিয়েছিলেন তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা: পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সরকার। করোনা সংক্রমণে কোনওভাবেই লাগাম দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে তাই সপ্তাহে দুই দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। সারা রাজ্যে কঠোরভাবে লকডাউন শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর দিতে মাঠে নেমেছে পুলিশ। রাজ্যের প্রতিটি জেলায় কঠোরভাবে লকডাউন মানা হচ্ছে। 

 

সকাল থেকেই শুনশান সারা বীরভূম। লকডাউন কার্যকর করতে বীরভূমের সাঁইথিয়া থানার আমোদপুর পুলিশ ফাঁড়ির নিরাপত্তা কর্মীরা বেরিয়ে পড়েছেন সিউড়ি-কীর্ণাহার রাস্তায়। আইসি টুবাই ভৌমিকের নেতৃত্বে চলছে পুলিশি টহল। জনশূন্য রাস্তাঘাট। 

আরও পড়ুন: ‘কাছে পেলে তোমার চুল কামিয়ে দেব’, এবার অনুব্রতর নিশানায় রাহুল

 

সারা রাজ্যের সঙ্গে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে লকডাউন, সকাল থেকেই বন্ধ ছিল দোকানপাট বাজারহাট। শুধু অত্যাবশ্যকীয় পরিষেবা চালু হয়েছে। লকডাউন কার্যকর করতে পথে নামেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। প্রয়োজনীয় কাজ ছাড়া যাঁরা বাইরে বেরিয়েছিলেন তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এবার রাজ্যবাসীর ফ্ল্যাটের স্বপ্নপূরণ করবেন মমতা! ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালুর নির্দেশ

মুর্শিদাবাদ জেলা জুড়ে কঠোর ভাবে বলবৎ করা হয়েছে লকডাউন। জেলার সর্বত্রই বন্ধ ছিল দোকানপাট বাজারহাট। শূন্য পথঘাট। লকডাউন বলবৎ করতে পথে নেমেছিল বিরাট পুলিশ বাহিনী। মাস্ক ছাড়া ঘুরতে দেখলেই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এলাকাগুলিতে। ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরী তাঁর বাহিনী নিয়ে পথে পথে পূর্ণ লকডাউন কার্যকর করার পাশাপাশি মাইকে সচেতনতার প্রচার চালাচ্ছেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =