মৃত্যু-সংঘর্ষ-বোমার শব্দে শুরু নির্বাচন! টুইটে গণতন্ত্রের পাঠ মোদী-মমতার

মৃত্যু-সংঘর্ষ-বোমার শব্দে শুরু নির্বাচন! টুইটে গণতন্ত্রের পাঠ মোদী-মমতার

 

কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হতে না হতেই অশান্ত বাংলা৷ মৃত্যু, জেলায়-জেলায় হামলা৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ বোমাবাজি৷ আক্রান্ত সংবাদমাধ্যম৷ বেপরোয়া হামলা৷ শালবনিতে চরম উত্তেজনা৷ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষকে বাধা দেওয়ার অভিযোগ৷ পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ৷ যদিও, ওই ঘটনা রাজনৈতিক মৃত্যু নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ শুরুতেই অশান্তি ছড়ালেও টুইটে গণতন্ত্রণের পাঠ দিলেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী৷

টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।” প্রধানমন্ত্রীর টুইটের পর ৮টা ২০ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘‘বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন৷’’

 

 

কিন্তু, ভোট শুরু হতে না হতে কে অশান্তি? বিপুল ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন এড়ানো যাচ্ছে হিংসা৷ ফের প্রশ্নের মুখে কমিশন-প্রশাসনের ভূমিকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eighteen =