কলকাতা: নেতাজির বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি প্রায় সকলেই দেখেছেন। সংবাদপত্রে সেই ছবি প্রকাশিতও হয়েছে। কিন্তু, মোদির আসে পাশে আর কোনও বিজেপি নেতাকে দেখেছেন কী? মনে করে দেখুন। মনে পড়বে না। কারণ কেউ ছিলেন না। নেতাজির জন্মদিনে নেতাজির বাসভবনে শুধু প্রধানমন্ত্রীর প্রবেশের অনুমতি ছিল। অন্য কোনও বিজেপি নেতাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
শনিবার কলকাতার এলগিন রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। নেতাজির পৈতৃক বাড়িতে বিজেপির কোনও সদস্যকে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেন এক পরিবারের সদস্য। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের রাজনীতিকরণের বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। তার মধ্যেই, নেতাজি পরিবার সদস্যের এমন সিদ্ধান্ত নিয়েও বেশ আলোচনা চলছে। সংবাদ সংস্থা পিটিআই এর খবর ছবিটি সকলেই দেখেছেন যে প্রধানমন্ত্রী নেতাজির বিছানায় মাথা ছুঁয়ে প্রণাম করছেন। পাশে দাঁড়িয়ে নেই কোনও বিজেপি নেতা। বরং দাঁড়িয়ে আছেন নেতাজির পরিবারের লোকজনই।
‘দ্য টেলিগ্রাফ’র পত্রিকার অনলাইন সংস্করণে- ২৪ জানুয়ারি প্রকাশিত খবর অনুযায়ী – নেতাজির প্রপৌত্র ঐতিহাসিক সুগত বোস, যিনি নেতাজি রিসার্চ ব্যুরো’র দায়িত্বে আছেন, তাকেই প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন করা হয়। জানান হয় যে প্রধানমন্ত্রী নেতাজি ভবনে আসতে চান। সুগত – তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য – প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনও রাজনীতিবিদকে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেছিলেন। দ্য টেলিগ্রাফ’কে দেওয়া বক্তব্য অনুযায়ী সুগত বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাগত। নেতাজির জন্মদিনে প্রধানমন্ত্রীর আগমনের ঘটনাটি রাজনীতি করা উচিত নয়।
“প্রথমে যা (সফরসূচি) পাঠানো হয়েছিল দেখে মনে হয়েছিল তিনি (মোদী) তাঁর দলের কিছু রাজনৈতিক কর্মীকে নিয়ে আসবেন। আমি বলেছিলাম যে এটি নেতাজির জন্মবার্ষিকী এবং (তাই) প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীরূপে আসা উচিত,” – সুগত ওই পত্রিকাকে এই কথা বলেছিলেন। কেবল মোদী নেতাজি ভবনে প্রবেশ করেছিলেন। অন্য কোনও বিজেপি নেতা প্রাঙ্গণে প্রবেশ করেননি, এবং অনেকে বাইরে অপেক্ষা করেছিলেন। এর পরেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গিয় চলে গেল। কয়েকজন বিজেপি সমর্থক নেতাজি ভবনের সামনে জয় শ্রী রামের স্লোগান তোলেন।