বিয়ের আগেই পাত্রীর মাকে নিয়ে পালাল পাত্রের বাবা! লাটে বিয়ে

বিয়ের আগেই পাত্রীর মাকে নিয়ে পালাল পাত্রের বাবা! লাটে বিয়ে

গান্ধীনগর: ঠিক যেন সিনেমার গল্প৷ হলি-বলি-টলি সিনেমার গল্পকে হার মানিয়ে বিয়ের রাতে পাত্রীর মাকে নিয়ে উধাও পাত্রের বাবা৷ ঘটনা জানাজানি হতেই লাটে তরুণ-তরুণীর বিয়ে৷

প্রেমের ফাঁদ পাতা ভুবনে বেয়াইয়ের সঙ্গে বেয়াইনের প্রেম ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা৷ চলছে হাসি ঠাট্টা৷ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে বেয়াইয়ের সঙ্গে বেয়াইনের প্রেম-কথা৷ বলিউডের সিনেমার গল্পকে হার মানিয়ে গুজরাতের সুরাতের বাসিন্দাদের মুখে মুখে ফিরছে নয়া প্রেমের গল্প৷

জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে মেয়ের বিয়ের জন্য কথাবার্তা চলছি পাত্র-পাত্রীর পরিবারের মধ্যে৷ আগামী মাসে বিয়ের দিনক্ষণও চূড়ান্ত হয়৷ কিন্তু, বিয়ের আগে দু’টি পরিবারের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হতে শুরু করে৷ চলতে থাকে যাতাযাত৷ দুই পরিবারের ঘণিষ্ঠতার কারণে আনন্দ একটু বেশিই দেখা দিতে থাকে৷ কিন্তুই হঠাৎ বিয়েবাড়ির আনন্দে ঘটল ছন্দপতন৷

গত শুক্রবার রাতে হঠাৎ উধাও পাত্রের বাবা ও পাত্রীর মা৷ অনভিপ্রেত ঘটনা বুঝতে খুব বেশি দেরি হয়নি৷ আর তাতেই বাড়তে থাকে দুই পরিবারের অস্বস্তি৷ জানা গিয়েছে, দু’জন একেবারেই অপরিচিত নন৷ বহুদিন আগে তাঁদের প্রেম ছিল৷  পরে বিচ্ছেদ হয়৷ কয়েক দশক পর ছেলেমেয়ের বিয়ে উপলক্ষ্যে ফের উভয়ের সঙ্গে দেখা হয়৷ তখন থেকেই ধীরে ধীরে জমতে থাকে পুরানো প্রেম৷ শুক্রবারের ঘটনার পর দুই পরিবার থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছে৷ পাত্রীর মাকে নিয়ে পাত্রের বাবার উধাও হয়ে যাওয়ার ঘটনায় ফেব্রুয়ারি মাসের বিয়ে আপাতত বন্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =