বিয়েতেও বিমা! ছাদনাতলায় যাওয়ার আগে করিয়ে নিন ইনস্যুরেন্স, কী কী সুবিধে?

বিয়েতেও বিমা! ছাদনাতলায় যাওয়ার আগে করিয়ে নিন ইনস্যুরেন্স, কী কী সুবিধে?

3 stocks recomended

wedding

কলকাতা: বছরের বিদায়লগ্নে দেশজুড়ে বিয়ের মরশুম৷ বিয়ে মানেই জীবনের একটা স্পেশাল দিন৷ এই বিশেষ মুহূর্তের জন্য অনেক স্বপ্ন সাজানো থাকে৷ ছাদনাতলায় মালাবদল থেকে  সিঁদুরদান, প্রতিটি রীতির সঙ্গে জড়িয়ে থাকে একটা আবেগ৷ কিন্তু কখনও কখনও বিয়ার সানাই ভেদ করে ভেসে আসে বিপদের পদধ্বনি৷ একটা অপ্রত্যাশিত ঘটনা যাবতীয় পরিকল্পনা ভেঙে চুরমার করে দিতে পারে৷ আযাচিত সেই বিপদের আঘাত থেকে বাঁচতে বিয়ের অনুষ্ঠানেরও বিমা করিয়ে নেওয়া জরুরি। এটি আপনাকে যেমন নিশ্চিন্ত রাখবে তেমনই আর্থিক ভরসাও জোগাবে। কিন্তু, কী ভাবে করাবেন বিয়ের বিমা? এতে কী কী সুবিধাই বা মেলে? আসুন দেখে নেওয়া যাক৷ 

ওয়েডিং ইনস্যুরেন্স হল একটি বিশেষ ধরনের অ্যাক্সিডেন্টাল বিমা৷ যা বিয়ের দিন সম্পর্কিত সম্ভাব্য আর্থিক ক্ষতিগুলি কভার করে৷ বিয়ের দিন কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে, এই বিমা গ্রাহককে সুরক্ষা প্রদান করে। মোট বিবাহ বাজেটের উপর ভিত্তি করে প্রিমিয়াম দিতে হবে৷ এখন দেখে নেওয়া যাক এক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে৷ 

বিয়ে পিছিয়ে গেলে

বিপদ কখনও বলে কয়ে আসে না। যদি এমন কোনও কারণে বিয়ে বাতিল হয় বা পিছিয়ে যায়, যা সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে, সেক্ষেত্রে বিয়ের বিমা আপনাকে নিরাপত্তা দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বর বা কনের হঠাৎ অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে গেলে ক্ষতিপূরণ পাওয়া যাবে।

অর্ডার অনুযায়ী জিনিস না পেলে

বিয়ের ক্ষেত্রে নানা রকম জিনিস-পত্র অর্ডার দিয়ে থাকে দুই পক্ষই৷ যেমন ধরুন আলোক সজ্জা, অন্যান্য সাজসজ্জা, খাওয়া-দাওয়া ইত্যাদি। যাঁকে বরাত দেওয়া হয়েছে তিনি সময় মতো কোনও জিনিস দিতে না পারলে, সেই বিপদের মুহূর্তে ত্রাতা হতে পারে ওয়েডিং ইনস্যুরেন্স৷ খুব কম সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়।

সম্পত্তির ক্ষতির ক্ষেত্রে

অনুষ্ঠানের সময় বিয়ের পোশাক, উপহার বা অন্য কোনও সম্পত্তির দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য কভারেজ বাড়ানোর সুযোগ থাকছে৷ 

ধীরে ধীরে আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে এই বিমা। কোনও ব্যক্তি চাইলে পুরো বিয়ের বিমা না করিয়ে আলাদা আলাদা ইভেন্টেরও জন্যেও বিমা করাতে পারেন। এক্ষেত্রে কোন ধরনের বিমার অপশন রয়েছে? দেখে নিন

গয়নার বিমা: বিয়ের সময় বর ও কনের গায়ে মূল্যবান গয়না থাকতে পারে। কেউ চাইলে আলাদা করে গয়নার বিমা  করাতেই পারেন৷

ফটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফি বিমা: বর্তমানে বিয়েতে ফটো বা ভিডিয়োগ্রাফি মাস্ট৷ ভাড়া করা ফটোগ্রাফার বা ভিডিয়োগ্রাফার যদি কোনও কারণে অনুষ্ঠানে আসতে না পারেন বা নিজের কাজ সম্পন্ন করতে না পারেন, সেক্ষেত্রে এই বিমার আওতায় গ্রাহকরা ক্ষতিপূরণ পেতে পারেন।

এখন দেখা যাক কোন কোন ক্ষেত্রে ক্ষতিপূরণ মিলবে না-

*নিজেই বিয়ে বাতিল করলে

* পলিসি নেওয়ার পর বুকিংয়ে পরিবর্তন করা হলে৷

* পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে বা অর্থের অভাবে বিয়ে বন্ধ হয়ে গেলে

* আইনি সমস্যার কারণে বিয়ে বন্ধ হয়ে গেলে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =