কলকাতা: সকাল থেকেই মুখভার আকাশের৷ জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি৷ বুধবার থেকে উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ তবে দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে৷ সেই সঙ্গে বাড়বে অস্বস্তি৷ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷
আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের আকাশজুড়ে থাকবে মেঘের ঘনঘটা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি হবে। বৃষ্টিতে ভিজবে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে চড়বে পারদ৷ আগামী কয়েকদিন আদ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে৷
অন্যদিকে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ইতিমধ্যেই তিস্তা তোর্সা জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। সেগুলি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে বলে জানা গিয়েছে। একটানা ভারী বৃষ্টি হলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি-সহ দেশের বিভিন্ন এলাকায়।