বিদায়ের পথে শীত! চড়ছে পারদ, সপ্তাহের মাঝেই নামবে বৃষ্টি

বিদায়ের পথে শীত! চড়ছে পারদ, সপ্তাহের মাঝেই নামবে বৃষ্টি

Winter

কলকাতা: গুটি গুটি পায়ে বিদায় নিচ্ছে শীত৷ দিনের পাশাপাশি বাড়তে শুরু করেছে রাতের তাপমাত্রা৷ বসন্তের প্রথমে সাধারণত হালকা ঠান্ডা উপভোগ করে দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে উধাও হতে শুরু করেছে শীতের আমেজ৷ এখন থেকেই দেখা দিচ্ছে গরমের অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে পশ্চিম ও উত্তরের জেলাগুলি থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত৷ আরও কতদিন শীত শীত ভাব বজায় থাকবে৷ তবে চলতি সপ্তাহে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি৷ বুধ এবং বৃহস্পতিবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে সোমবার থেকেই বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস৷ রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বুধবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়৷ বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘন্টায় ৪০  কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও উল্লেখ করা হয়েছে৷  সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =