কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টির ভ্রুকুটি! শীতের দাপট আর ক’দিন?

কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টির ভ্রুকুটি! শীতের দাপট আর ক’দিন?

weather

কলকাতা: বছরের শুরুতে হঠাৎ করেই উধাও হয়েছিল শীত৷ সংক্রান্তির আগে ব্যাট হাতে ফের ময়দানে ফিরেই রীতিমতো ছক্কা হাঁকাতে শুরু করে৷ কনকনে ঠান্ডায় জবুথবু বাংলা৷ সকাল ও সন্ধ্যায় থাকছে ঘন কুয়াশা৷ এরই মধ্যে বৃষ্টির ভ্রুকুটি৷

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে৷ বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস৷ তবে জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা আর নেই৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, এবার ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়বে। 

আজ থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। আগামী তিন দিনের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে৷ মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =