বিরতিতে বৃষ্টি! কলকাতায় ভ্যাপসা গরম, আরও বাড়বে অস্বস্তি

বিরতিতে বৃষ্টি! কলকাতায় ভ্যাপসা গরম, আরও বাড়বে অস্বস্তি

e913b9474cb5e0647bca7b91f62d16d3

কলকাতা: বৃষ্টির দাপট কমতেই ফিরেছে গরমের ভ্যাপসা ভাব৷ সকাল থেকেই ঘামে প্যাঁচপ্যাঁচ শরীর৷ আগামী কয়েকদিন এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি নেই৷ এমনই গুমোট ভাব সইতে হবে বঙ্গবাসীকে৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আপাতত মুষলধারে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিন কলকাতায় তাপমাত্রা ৩৪ ডিগ্রির কিছু বেশি। এই ক’দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেই জানিয়েছে আলিপুর।

দক্ষিণের পাশাপাশি বৃষ্টি কমবে পাহাড়েও৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হর সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, লাক্ষাদ্বীপ ও কেরল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন পর্যন্ত। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝাটি রয়েছে উত্তর পশ্চিম ভারতে। মৌসুমী অক্ষরেখা রয়েছে হিমালয়ের পাদদেশে৷ আগামী কয়েক দিন তার অবস্থান বদলের কোনও সম্ভাবনা নেই। ফলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই।

হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের পিটে জমিয়ে ব্যাটিং করবে গ্রীষ্ম৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি বেশিই থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে৷ পাহাড়ের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নগন্য। সেখানেও তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *