হালকা শীতের আমেজ ভেঙে আসছে জ্বালাপোড়া গরমের দিন! রাতের পরই চড়বে তাপমাত্রার পারদ

হালকা শীতের আমেজ ভেঙে আসছে জ্বালাপোড়া গরমের দিন! রাতের পরই চড়বে তাপমাত্রার পারদ

f6426c68e08ceedf013a610b6e16224f

কলকাতা:  রাজ্যে এখন ভরা বসন্ত৷ পাতা ঝরার মরশুম৷ আবহাওয়া বেশ মনোরম বলাই চলে৷ হালকা ঠান্ডা আমেজে ঘুম ভাঙছে শহরবাসীর৷ দিনে বেশ ভালো রকম গরম থাকলেও, সন্ধে হতেই ফুরফুরে হাওয়া চলছে৷ শীত শীত ভাব৷ গা জ্বালা ভাব নেই এখনও৷ তবে এই স্বস্তি বেশি দিনের নয়৷ হাওয়া অফিস বলছে, এবার ধীরে ধীরে চরবে তাপমাত্রার পারদ৷ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা স্থিতিশীলই থাকবে৷ শুক্রবার থেকে বাড়বে অস্বস্তি৷ চুটিয়ে গরম পড়বে কলকাতায়।

হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে৷ ভিজতে পারে ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম৷ কলকাতার আকাশের দিনভর থাকবে মেঘের আনাগোনা৷ তবে দোলের আগেই উর্ধ্বমুখী হবে তাপমাত্রা। শুক্রবারের পর থেকে রীতিমতো হাঁসফাঁস করা গরম পড়বে শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়৷ অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে। তবে সপ্তাহ শেষে ফের বাড়বে গরম৷ অন্যদিকে, পঞ্জাব, ছত্তীসগড় ও ওড়িশাতে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামিকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে উত্তর-পশ্চিম ভারতের পাহাড়ি এলাকায়। যা ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে৷  কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভোর ও সন্ধের পর উত্তর-পশ্চিমের হাওয়া ফুরফুর করে বইবে। তবে বাড়বে রাতের তাপমাত্রা৷  শুক্র-শনিবার থেকেই গরম পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিল আবহাওয়া দফতরের৷ 

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছারাছি৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যেটা স্বাভাবিক। 

সাধারণ ভাবে, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার আবহাওয়া মনোরম থাকে৷ বছরের এই পর্বে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে তিলোত্তমায়। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি মাসে কলকাতার আবহাওয়া বেশ আরামপ্রদ। সকালে মিঠে রোদ, বেলা পড়লেই হালকা শীতের শিরশিরানি ভাব৷ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের মেজাজেও থাকে ‘সিটি অফ জয়’-এ। মার্চ মাস হল বসন্ত৷ এপ্রিল মাস পরলেই দেখা দেবে প্রখর গ্রীষ্মের দাবদাহ৷ যার রেশ শুরু হয়ে যায় মার্চের মধ্যিখান থেকেই৷ এবারও ব্যতিক্রম হবে না বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *