রাত পোহালেই লক্ষ্মীপুজো, কেমন থাকবে বাংলার আবহাওয়া? দেখে নিন পূর্বাভাস

রাত পোহালেই লক্ষ্মীপুজো, কেমন থাকবে বাংলার আবহাওয়া? দেখে নিন পূর্বাভাস

কলকাতা:  লক্ষ্মীপুজোর আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস৷ আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ উত্তরে বৃষ্টির পরিমাণ বাড়লেও দক্ষিণে কিন্তু কমবে৷ শনিবার কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও৷ আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷

আরও পড়ুন- কুণাল ঘোষের পুজোর ট্যাবলোয় ধাক্কা, আটক গাড়ি চালক

শনিবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

অলিপুর আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ অক্টোবর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা একই থাকবে৷