আবহাওয়া Weather News
কলকাতা: বৈশাখের শুরু থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে জোড়া নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী তিনদিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, মধ্যপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। অপর আরেকটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত। এই দুই নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে আগামী ৭২ ঘণ্টায় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? Weather News
আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারসাথে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট। ঝড়-বৃষ্টির প্রভাব খানিকটা বেশি থাকতে পারে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বৃহস্পতি ও শুক্রবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সতর্কতা: Weather News
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী তিন দিনের জন্য উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দার্জিলিংয়ের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহসহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির প্রভাব কমতে শুরু করলেও উত্তর লাগোয়া জেলা ও মালদহে বিক্ষিপ্ত বৃষ্টির সাথে থাকছে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
কলকাতায় আবহাওয়ার পরিবর্তন? Weather News
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সন্ধ্যার পর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কলকাতার বেশকিছু অংশে। আজ ও আগামীকাল ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Starting mid-April 2025, West Bengal is expected to experience widespread rain and thunderstorms due to two low-pressure troughs. Stay updated on the latest weather alerts and forecasts for Kolkata and surrounding regions.
WBJEE 2025: অ্যাডমিট কার্ড প্রকাশ আজ, জানুন কীভাবে ডাউনলোড করবেন
JEE Main 2025: রেজাল্ট লাইভ! স্কোর দেখবেন যেভাবে
টার্ম ইনসিওরেন্সে ডিসঅ্যাবিলিটি রাইডার: শুধুই মৃত্যু বীমা নয়, এখন আরও বিস্তৃত আর্থিক সুরক্ষা
মাছ, মিষ্টি & More : কেন মাছ বাঙালির জন্য শুধু খাদ্য নয়, একটি শুভ জিনিস
তাহাউর রানার কি ফাঁসি হবে? আসরে হিন্দু সেনা | Tahawwur Rana