কলকাতা: ডিসেম্বর প্রায় শেষের দিকে৷ রাজ্যজুড়ে বড়দিনের আমেজ৷ কিন্তু তার সঙ্গে কনকনে ঠাণ্ডা কই? এই বছর যে ভাবে পারদের ওঠানামা চলছে তাতে খানিকটা নিরাশ হতে পারেন শীতপ্রেমীরা। কারণ বড়দিনেও তাপমাত্রার পারদ উপরের দিকে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আগামী দু’দিনের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার তাপমাত্রা সামান্য কমেছে৷
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ মঙ্গলবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন সকালের দিকে আকাশ কুয়াশাছন্ন থাকবে। রোদ ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেই কুয়াশা কেটেও যাবে। তবে উত্তুরে হাওয়ার দাপট কমে যাওয়ায় তাপমাত্রা আপাতত কমার সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>