বৃষ্টি নয়, পুজোয় থাকছে ‘বোনাস’, বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

বৃষ্টি নয়, পুজোয় থাকছে ‘বোনাস’, বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

weather

কলকাতা: নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পর উৎসব মুখর বাঙালির মনে একটাই প্রশ্ন ঘুপার খাচ্ছিল, পুজোয় বৃষ্টি হবে না তো? এই আশঙ্কার মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে চোখে পড়েছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় নিয়ে একের পর এক পোস্ট৷ যা উদ্বেগ আরও বাড়াচ্ছিল৷ তবে শেষ পর্যন্ত সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানাচ্ছে, পুজোয় দুর্যোগের কোনও সম্ভাবনা নেই৷ 

পুজোয় আর এক সপ্তাহও বাকি নেই৷ আজ থেকেই মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে বাংলায়। তবে গত কয়েকদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তা বাড়ছিল। প্রশ্ন উঠছিল, তবে কি এবার পুজোর চারটে দিনও বৃষ্টিতে ভাসবে বাংলা? আপাতত মৌসম ভবন যে ওয়েদার আপডেট দিচ্ছে, তাতে বৃষ্টির আশঙ্কা একেবারেই নেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর এখনও শান্ত। সেখানে নিম্নচাপ সৃষ্টির কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ফলে পুজোর চারটে দিন চুটিয়ে আনন্দ উপভোগ করবে বঙ্গবাসী৷  এই কটা দিন বাঙালির কাছে বড় আনন্দের। জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে উৎসবে মেতে গোটা রাজ্য৷  পুজোর কটা দিন আকাশের মুখভার দেখলে মনের কোনে মেঘ জমে বাঙালিরও৷  তবে আর ভয় নেই৷ সুখবর শুনিয়েছে হাওয়া অফিস৷ তারা জানিয়েছে, আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগের আশঙ্কা নেই৷ দুই বঙ্গেই দেখা মিলবে রোদ ঝলমলে আকাশের। দিন হোক বা রাত, প্যান্ডেল হপিংয়ের পথে বাধা হবে না অসুর বৃষ্টি৷ তার উপর থাকছে বোনাসও৷ হ্যাঁ, হাওয়া অফিস জানিয়েছে, পুজোয় কমবে গরমের দাপট৷ স্বাভাবিকের থেকে উপরে উঠবে না তাপমাত্রা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =