বেঙ্গালুরু: স্পোর্টস ব্রা পরে ব্যায়াম করার জন্যে হেনস্থার শিকার হলেন কন্নড় অভিনেত্রী সংযুক্তা হেগড়ে। তিনি অভিযোগ করেন পার্কে স্পোর্টস ব্রা পরে বন্ধুদের সঙ্গে ব্যায়াম করার সময় কিছু মানুষ তাঁকে গালিগালাজ করে। এরপর সেখানেই কংগ্রেস নেত্রী কবিতা রেড্ডি'র হেনস্থার শিকার হন তিনি। অকথ্য ভাষায় কথা বলা হয় তাঁর সঙ্গে।
শুক্রবার বন্ধুদের সঙ্গে আগরা লেক পার্কে ঢোকেন অভিনেত্রী সংযুক্তা হেগড়ে। এইচএসআর লে-আউট থানার আওতায় পড়ে এই পার্ক। এরপর সেখানে অভিনেত্রী ও তাঁর বন্ধুরা গান চালিয়ে শরীরচর্চা করছিলেন। সেই সময় অভিনেত্রী সংযুক্তা পরেছিলেন স্পোর্টস ব্রা। যা দেখে পার্কের কিছু লোকজন অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করতে শুরু করেন। সংযুক্তা জানিয়েছেন, তার মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পড়ে। তখন অভিনেত্রী তাঁর বন্ধুদের চলে যেতে বলেন সেখান থকে। কিন্তু পার্কের গেট বন্ধ করে দেওয়া হয়। পার্কে উপস্থিত তাঁর বন্ধুরা এবং অন্যান্যরা ঘটনার ভিডিও করতে থাকেন। পার্কে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী কবিতা রেড্ডিও। অভিনেত্রীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়।
এরপর শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে সেই ঘটনার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “আমাদের ভবিষ্যত নির্ধারিত হবে বর্তমানে আমরা কি করছি তার ওপর। আগরা লেকে আমরা হেনস্থা ও কটূক্তির শিকার হয়েছি কংগ্রেস নেত্রী কবিতা রেড্ডির তরফে। এই ঘটনার আরও সত্য ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে।” এরপর ভিডিওটি তিনি দেখার অনুরোধ করেছেন তাঁর ফলোয়ারদের। পাশাপাশি ওই পোস্টে তিনি বেঙ্গালুরু পুলিশকেও ট্যাগ করেছেন। সঙ্গে #Thisiswrong ট্যাগ লাইনে ওই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী।
The future of our country reflects on what we do today. We were abused and ridiculed by Kavitha Reddy at Agara Lake@BlrCityPolice @CPBlr
There are witnesses and more video evidence
I request you to look into this#thisisWRONG
Our side of the storyhttps://t.co/xZik1HDYSs pic.twitter.com/MZ8F6CKqjw— Samyuktha Hegde (@SamyukthaHegde) September 4, 2020
অন্যদিকে কংগ্রেস নেত্রী কবিতা জানিয়েছেন, পার্কে গান চালানো নিষিদ্ধ থাকায় তিনি শুধুমাত্র গান চালানো নিয়েই আপত্তি করেছিলেন। অভিনেত্রীর কথা অস্বীকার করে তিনি বলেছেন, গালিগালাজ অভিনেত্রীকে করা হয়নি বরং ওই অভিনেত্রী কবিতা এবং পার্কে কর্মরত নিরাপত্তারক্ষীকে গালিগালাজ করেছেন। পাশাপাশি কংগ্রেস নেত্রী টুইটারে জানিয়েছেন, সঙ্গত কারণ ছাড়া জনসমক্ষে পোশাক খোলা কোনও ভদ্রতার লক্ষণ হতে পারেনা। তিনি অভিনেত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, পার্কে কর্মরত একজন গরিব নিরাপত্তারক্ষীকে গালিগালাজ করা একজন সেলেব্রিটির ব্যবহার হতে পারে না। সঙ্গে কবিতা অভিনেত্রী সংযুক্তা'কে 'বি গ্রেড অভিনেত্রী' হিসাবে বর্ণনা করে বলেছেন, “সস্তার পাবলিসিটি পেতেই ওই অভিনেত্রী এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।”