‘৬০ বছর হলেও যোগ্যদের বিদায় দিই না আমরা’, সরকারি মঞ্চ থেকে কি বার্তা দিলেন মমতা?

‘৬০ বছর হলেও যোগ্যদের বিদায় দিই না আমরা’, সরকারি মঞ্চ থেকে কি বার্তা দিলেন মমতা?

retirement

 কলকাতা: নবীন-প্রবীণ বিতর্কে বিদ্ধ ঘাসফুল শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, বয়স্কদের অভিজ্ঞতা আর তরুণদের পরিশ্রমের মেলবন্ধন দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। অভিষেক মনে করেন একটা বয়সের পর পরিশ্রমের উদ্যম ফুকলকাতা: নবীন-প্রবীণ বিতর্কে বিদ্ধ ঘাসফুল শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, বয়স্কদের অভিজ্ঞতা আর তরুণদের পরিশ্রমের মেলবন্ধন দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। অভিষেক মনে করেন একটা বয়সের পর পরিশ্রমের উদ্যম ফুরিয়ে যায়৷ এই নিয়ে বিতর্ক কম হয়নি৷ কিন্তু অবস্থানে অনড় তিনি৷ রবিবার ডায়মন্ড হারবার থেকে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করে দেন ‘সেনাপতি’। 

এতদিন এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  কিন্তু সোমবার গঙ্গাসাগরে পৌঁছে সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সরকারি আমলাদের দেখিয়ে বললেন, ‘‘৬০ বছর বয়স হয়ে গেলেই যে কাউকে বিদায় দিতে হবে,  রাজ্য সরকার তা বিশ্বাস করে না। যোগ্যতা থাকলে তাঁদের আবার নতুন করে দায়িত্ব দিই৷ অবসরপ্রাপ্ত আমলাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়। এমন অনেকেই আছেন আমাদের সরকারে।” অর্থাৎ বয়স হওয়া মানেই যে দায়িত্ব থেকে সরে যাওয়া নয়, বরং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন দায়িত্ব নেওয়া যায়, সেটাই বুঝিয়ে দিলেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + twelve =