অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা লড়ছি, ভারত হিম্মত হারাতে পারে না, বার্তা মোদীর

অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা লড়ছি, ভারত হিম্মত হারাতে পারে না, বার্তা মোদীর

নয়াদিল্লি:  করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ৷ কিন্তু এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নীরব কেন? বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠছিল৷ শুক্রবার ভার্চুয়াল বৈঠকে করোনা নিয়ে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন- জুলাই মাস থেকে করোনা সংক্রমণ কমার ক্ষেত্রে আশাপ্রকাশ কেন্দ্রের

এদিন নমো বলেন, কোভিডের বিরপদ্ধে সকলে একজোট হয়ে লড়াই চালাচ্ছে৷ দেশের বিভিন্ন প্রান্তে দ্রুততার সঙ্গে কোভিড হাসপাতাল তৈরি করা হচ্ছে৷ নতুন প্রযুক্তির সাহায্যে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে৷ বায়ু সেনা, নৌসেনা এবং স্থল সেনা সর্ব শক্তি দিয়ে লড়াই করছে৷ বিশেষ ট্রেন, ট্রাকে করে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে৷ দেশের মানুষের কাছে তাঁর আর্জি, আপানারা সঠিক ভাবে মাস্ক পরুন৷ কোনও রকম লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন৷ প্রধানমন্ত্রীর কথায়, কঠিন সময়ে সাহস হারিয়ে ফেলার মতো দেশ ভারত নয়৷ না ভারত আর না ভারতবাসী হিম্মত হারাবে৷ আমরা আমাদের শক্তি দিয়ে এই চ্যালেঞ্জের মোকাবিলা করব বলেই আশাবাদী নমো৷ 

এদিন নমো আরও বলেন, শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়ছে করোনার প্রকোপ৷ তাই গ্রাম পঞ্চায়েতগুলিকে আরও তৎপর হতে হবে৷ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে৷ প্রধানমন্ত্রী জানান, ফার্মা সেক্টরগুলি বিপুল পরিমাণে ওষুধ উৎপাদন করছে৷ ওষুধ ও ওষুধ সাপ্লাইয়ের ক্ষেত্রে চোরাকারবার শক্ত হাতে দমন করতে হবে রাজ্য সরকারকে৷ 

আরও পড়ুন- করোনা-মুক্তির ৬ মাস পর টিকা নেওয়ার পরামর্শ কেন্দ্রের!

মোদী বলেন, দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যেক দেশবাসীর প্রতিটি ক্ষতি আমি অনুভব করি৷ সরকারের প্রতিটি বিভাগ কোভিডের বিরুদ্ধে দিনরাত লড়াই করে চলেছে৷ আর করোনা মোকিবিলায় প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে প্রত্যেক নাগরিককেও৷ তাঁর কথায়, আমরা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করছি৷ যুদ্ধকালীন তৎপরতায় লড়াই চলছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 3 =