ঘোষিত হল সিভিল সার্ভিস পরীক্ষার নয়া সময়সূচী! জানুন বিস্তারিত

ভোটের জন্য পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হয়েছিল

26bc295aee2016ddc0758537db066883

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে নানা বিষয়কে কেন্দ্র করে দিনের পর দিন ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার পরিস্থিতি। একদিকে যেমন তৃতীয় বারের জন্য নীল বাড়ি দখলে মরিয়া শাসকদল, অন্যদিকে তেমনই প্রথম বার বাংলার মসনদে বসতে পুরোদমে ঝাঁপিয়েছে গেরুয়া দলও। এমতাবস্থায় ভোটের চক্করে খুব স্বাভাবিক ভাবেই পিছিয়ে গিয়েছিল এবারের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা। এদিন ঘোষিত হল তারই পরিবর্তিত সময়সূচী। 

ভোটের পর্ব মিটলেই শুরু হয়ে যাবে স্থগিত থাকা সিভিল সার্ভিস পরীক্ষা, নয়া সময়সূচীতে জানা গেছে তেমনটাই। শুধু এই বছরের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাই নয়, স্থগিত করা হয়েছিল গতবারের মেন পরীক্ষাও। এমনকি পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষাও সরকারি নির্দেশে পিছিয়ে গিয়েছিল। এদিন সমস্ত স্থগিত পরীক্ষারই সময়সূচী ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সিভিল সার্ভিস দফতর। 

সংশ্লিষ্ট দফতরের তরফে এদিন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ২০২০ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের এগজিকিউটিভের মেন পরীক্ষা হবে আগামী ১৭, ১৮, ১৯ এবং ২১ মে। এছাড়া আগামী ৩০ মে পর্যন্ত চলবে এবছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা। আর পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৩ জুন। নবঘোষিত সময়সূচী অনুযায়ী নিজেদের পরীক্ষার জন্য তৈরি রাখতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। 

বস্তুত, এ রাজ্যের সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল গত ২১ মার্চ। এছাড়া পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা এবং সিভিল সার্ভিসের মেন পরীক্ষাগুলি আগামী এপ্রিল মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের কথা মাথায় রেখে ঘোষিত পরীক্ষাগুলির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, আগামী ২ মে হতে চলেছে একুশের ভোটের ফল ঘোষণা। তারপরেই আর বিন্দুমাত্র দেরি না করে সমস্ত পরীক্ষার দিনক্ষণ নির্দিষ্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *