২০২৫ সালে মাধ্যমিক কবে? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

কলকাতা: প্রকাশিত ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ৷ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আগামী বছরের মাধ্যমিকের সূচি ঘোষণা করল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪-এর মাধ্যমিকের স্ক্রুটিনি এবং…

student 2

কলকাতা: প্রকাশিত ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ৷ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আগামী বছরের মাধ্যমিকের সূচি ঘোষণা করল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪-এর মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল ঘোষণার পাশাপাশি পরের বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২২ ফেব্রুয়ারি৷ প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শেষের দিনেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছিল পর্ষদ৷ তাতে বলা হয়েছিল, ২০২৫ সালে মাধ্যমিক শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে৷ কিন্তু, সেই সূচিকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠেছিল। কারণ, সরকারি ছুটির তালিকা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি ছুটি৷ ওই দিন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস৷  আবার আগামী বছর ওই দিনেই পড়ছে শবেবরাত।  শবেবরাতেও সরকারি ছুটি থাকে। এর প্রেক্ষিতে সূচি যে বদল হবে সে কথা আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই মতোই ঘোষণা করা হল সংশোধিত নতুন পরীক্ষাসূচি।

One Reply to “২০২৫ সালে মাধ্যমিক কবে? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ”

  1. Лечение наркомании — комплексный подход к восстановлению здоровья и жизни
    лечение наркомании анонимно [url=https://www.clinica-narco.ru/]https://www.clinica-narco.ru/[/url] .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *