কলকাতা: ভোট সন্ত্রাসের কারণে যে সব ভোটকর্মীরা বুথ ছেড়ে ফিরে এসেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলছে কমিশন। ওই ভোট কর্মীদের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চলার মাঝেই একথা জানান তিনি।
উত্তর থেকে দক্ষিণ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। এরই মধ্যে বেশ কিছু জায়গায় হিংসার কারণে ভয়ে বুথ ছেড়ে DCRC-তে ফিরে গিয়েছেন বেশ কিছু ভোটকর্মীরা। বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় তাঁরা নিরাপত্তার অভাব বোধ করেন৷ এই নিয়ে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন, যে সব ভোটকর্মী ভোট শেষ হওয়ার আগেই ভোটকেন্দ্র ছেড়ে চলে এসেছেন তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে কমিশন। কারণ, তাঁরা বুথ ছেড়ে বেআইনি কাজ করেছেন।
যদিও ভোটকর্মীদের একাংশের দাবি, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী আনা হলেও গোটা রাজ্যে অধিকাংশ জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। ওদিকে বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে শাসকদলের কর্মীরা। কোথাও কোথাও তৃণমূল ও নির্দলের সংঘর্ষও হয়েছে৷ এই অবস্থায় দেখা গেল পরিস্থিতি নিয়ন্ত্রণে বুথে রয়েছেন মাত্র ১ জন সশস্ত্র রাজ্য পুলিশের কর্মী। ফলে ভোট কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন৷