কলকাতা: শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোট৷ উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে রক্তের হোলি খেলা৷ গিয়েছে ৭টি তাজা প্রাণ৷ বিক্ষিপ্ত অশান্তি, বোমাবাজি, হিংসা, খুন, ব্যালট ছিনতাইয়ের মধ্যেও চলছে ভোটগ্রহণ। এভাবেই অর্ধ দিবস পার৷ তবে দেখা গেল, একুশের নির্বাচনের নিরিখে ভোট পড়ার শতাংশ বেশ কম।
একুশের নির্বাচনের দেখা গিয়েছিল, অধিকাংশ জায়গাতেই দুপুর ১টা পর্যন্ত ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়ে গিয়েছিল। কোথাও আবার ভোটের হার ছিল তারও বেশি৷ দুপুর ১টা মানে, ভোটগ্রহণ শুরুর থেকে ৬ঘণ্টা পার। কিন্তু কমিশন সূত্রে খবর, দুপুর ১টা পর্যন্ত পঞ্চায়েতে ভোট পড়েছে ৩৬.৬৬ শতাংশ।
কমিশন সূত্রে আরও বলা হচ্ছে, অশান্তির কারণে বহু বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতেই অনেক দেরি হয়ে গিয়েছে। অনেক এলাকায় শান্তিপূর্ণ ভোট হলেও মানুষ বুথে গিয়ে ভোট দিতে দেরি করেছে। তাঁরা হয়তো পরিস্থিতি বিবেচনা করে ভোট বেরতে চেয়েছেন। দেখে নিতে চেয়েছে যে ভোট দেওয়ার মতো পরিবেশ রয়েছে কিনা। সেই কারণেও দুপুরের মধ্যে ভোট শতাংশ কিছুটা কম দেখাচ্ছে। তবে দিনের শেষে কত ভোট পড়ল সেটাই আসল ব্যাপার।
যদিও বিজেপি সহ বিরোধীদের অভিযোগ,সকাল থেকে একপ্রস্ত ছাপ্পা দিয়েছে শাসক দলের কর্মীরা। দুপুরের পর থেকে ব্যাপক ছাপ্পা শুরু হবে৷ এমনই আশঙ্কা তাঁদের৷