wb
কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষায় রেজিস্ট্রেশনের জন্য সময়সীমা বাড়াল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে সংসদের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, ২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন করা যাবে। তবে এই বর্ধিত সময়ে যাঁরা রেজিস্ট্রেশন করবে, তাদের কোনও লেট ফি বা জরিমানাই দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে৷ সমসের মধ্যে ফি জমা না দিলে পরীক্ষার্থীদের জরিমানা দিতে হবে। সংসদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও পড়ুয়া যদি অনলাইনে রেজিস্ট্রেশন করাতে না পারে, তাহলে ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে জরিমানা দিয়ে তারা রেজিস্ট্রেশন করাতে পারবে৷ ইতিমধ্যেই সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এবার থেকে আধার নম্বর বাধ্যতামূলক। নাম নিবন্ধিত করার সময় আধার না দিলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। গত ১৬ অগাস্ট থেকে উচ্চমাধ্যমিকের পোর্টালে আধার আপেডট করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে৷ উল্লেখ্য, ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি৷ পরীক্ষা শেষ ২৯ ফেব্রুয়ারি৷