এবার রোগীদের মাছ-মাংস-ডিম-পনির খাওয়বে রাজ্য, দৈনিক খাবারে বরাদ্দ বাড়াল নবান্ন

আগেও বেড়েছিল, ফের একবার করোনা রোগীদের জন্য খাবারের বরাদ্দ বাড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রত্যেক রোগীর দৈনিক বরাদ্দ ১৫০ টাকা থেকে বেড়ে হল ১৭৫ টাকা।গত জুন মাসেই এই টাকা বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছিল। নবান্ন থেকে সোমবার নয়া বিজ্ঞপ্তি জারির পর নতুন খাদ্যতালিকাও প্রকাশ করা হয়েছে।

 

কলকাতা: আরও এক দফায় করোনা রোগীদের জন্য খাবারের বরাদ্দ বাড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রত্যেক রোগীর দৈনিক বরাদ্দ ১৫০ টাকা থেকে বেড়ে হল ১৭৫ টাকা। গত জুন মাসে এই টাকা বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছিল৷ নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে নতুন খাদ্যতালিকাও প্রকাশ করা হয়েছে৷

অতিমারীর শুরু থেকেই হাসপাতালের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন উঠছিল। কোথাও কোথাও খাবারের পরিমাণ কম দেওয়ার কথাও জানাচ্ছিলেন রোগীরা। এরপরই সরকার তরফে রোগীপিছু দৈনিক খাবারের বরাদ্দ ঘোষণা করে খাবারের তালিকা ও মান নির্দিষ্ট করে দেওয়া হয়। কিন্তু এরপরও অভিযোগের তীর থামা বন্ধ হয়নি। এদিকে করোনা থেকে সেরে ওঠবার একমাত্র পথ্য শরীরের প্রতিরোধশক্তি। যার জন্য দরকার পুষ্টিকর খাওয়াদাওয়া। সেই ব্যাপারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও আপোস করতে চায় না, তা আরও একবার প্রমাণ নয়া বিজ্ঞপ্তিতে৷

নয়া তালিকা অনুযায়ী, হাসপাতালে ভর্তি থাকা সমস্ত করোনা রোগীকে প্রতিদিন সকালে চা ও ২টি বিস্কুট দেওয়া হবে। এরপর প্রাতরাশে দেওয়া হবে ৪টি পাঁউরুটি, ডিম সিদ্ধ, কলা ও ২৫০ মিলিলিটার দুধ। দুপুরের খাবার হিসাবে পাওয়া যাবে ১৫০ গ্রাম ভাত, ৫০ গ্রাম ডাল, ৯০ গ্রাম ওজনের মাছ বা মাংস, ১০০ গ্রাম দই, ১০০ গ্রাম তরকারি। আবার বিকেলে চা ও সঙ্গে ২টি বিস্কুট। এরপর রাতের খাবার হিসাবে দেওয়া হবে ১০০ গ্রাম ভাত বা রুটি, ৫০ গ্রাম ডাল, ৭৫ গ্রাম তরকারি ১০০ গ্রাম মাছ বা মাংস। পাশাপাশি নিরামিশাষিদের জন্য দেওয়া হবে সোয়াবিন, পনির কিংবা মাসরুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =