করোনা কোপে স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা, বন্ধ বার, পাব, নাইটক্লাব

করোনা ভাইরাস কোভিড ১৯-এর মোকাবিলায় দেশ জুড়ে একের পর এক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধের নির্দেশ এর আগে দেওয়া হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনও নির্দেশ দেয়নি রাজ্য সরকার। এমনকী, উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য, এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার।

871c9ab1706b46bd4335173fdcb2f4b8

কলকাতা: করোনা ভাইরাস কোভিড ১৯-এর মোকাবিলায় দেশ জুড়ে একের পর এক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধের নির্দেশ এর আগে দেওয়া হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনও নির্দেশ দেয়নি রাজ্য সরকার। এমনকী, উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য, এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার।

করোনা আতঙ্কের জেরে গোটা দেশ জুড়েই সতর্কতা জারি হয়েছে। বেহাল দেশের প্রায় সর্বক্ষেত্রই। স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি সিবিএসই পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে আইসিএসই ও আইএসসি বোর্ডও পরীক্ষা স্থগিতের খবর আগেই দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছিল, এই রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ে। অবশেষে সরকারের তরফে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ পড়ল উচ্চমাধ্যমিকে। এমনিতেই একাদশ শ্রেণির বার্ষিকী পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ থেকে। চলছিলও নির্ধারিত রুটিন মেনে। কিন্তু করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এই রাজ্যেও আক্রান্তের সংখ্যা ৩। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বার্থে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। ২৩, ২৫, ২৭ মার্চের নির্ধারিত পরীক্ষায় স্থগিতাদেশের জন্য পরীক্ষা তিনটি কবে হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। স্থগিত হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষাও৷ পরের মাসের ১৫ তারিখের পরই তৈরি করা হবে নতুন সূচি। এছাড়াও শনিবার থেকে বন্ধ থাকবে নাইটক্লাব, রেস্তোরাঁও।

শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার সাময়িক বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছিলেন। তিনি বলেন, 'উচ্চমাধ্যমিক পরীক্ষার উপর নজর রাখছি। ছাত্রছাত্রীদের মানসিকতার দিকটি খেয়াল রাখতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্যের ওপরও নজর দিতে হবে। পুরো বিষয়টি নিয়ে আমরা সতর্ক রয়েছি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে বলা হয়েছে, যে কেন্দ্রগুলিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেখানে যেন স্যানিটাইজার ও স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া নির্দেশ মান্য করা হয়।' তবে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, সেই প্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *