সোমে ইস্তফা, সিদ্ধান্ত বদলে বুধে বিধানসভায় ডাকা হল তাপস রায়কে

সোমে ইস্তফা, সিদ্ধান্ত বদলে বুধে বিধানসভায় ডাকা হল তাপস রায়কে

কলকাতা: দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে সোমবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। মঙ্গলবার বিধানসভার সচিবালয়ের তরফে  শুনানির জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল করে মঙ্গলের বদলে বুধবার তাঁকে ডেকে পাঠানো হল। 

কোনও বিধায়ক যখন পদত্যাগ করেন, তখন তাঁর ইস্তফাপত্রে কোনও ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা বিধানসভার সচিবালয়ের কাজ। তার পরই সংশ্লিষ্ট বিধায়ককে শুনানির জন্য ডেকে পাঠানো হয়৷ তবে তাপসের ইস্তফাপত্র যাচাই করার প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি বলেই সচিবালয় সূত্রে খবর৷ তবে এখনও তাপসের ইস্তফাপত্রে কোনও ত্রুটি ধরা পরেনি বলেই খবর। মঙ্গলবার সকালেই দিন পরিবর্তনের কথা তাপসকে জানিয়ে দেওয়া হয়৷ ফলে আগামীকাল, অর্থাৎ বুধবার বিধানসভায় শুনানি হবে বরানগরের তৃণমূল বিধায়কের৷ তাতে সম্মতি জানিয়েছেন তাপস৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 2 =