মনে হয় বাবররা রোজ আট কেজি পাঁঠার মাংস খান! পাকিস্তান হারতেই কটাক্ষ আক্রমের

মনে হয় বাবররা রোজ আট কেজি পাঁঠার মাংস খান! পাকিস্তান হারতেই কটাক্ষ আক্রমের

wasim akram

 নয়াদিল্লি: বিশ্বকাপের আসরে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্স দেখে রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম৷ ভারতের বিরুদ্ধে মাথা তুলতে পারেনি বাবর আজমের দল৷ এর পর আফগানিস্তানের বিরুদ্ধেও শোচনীয় হার৷ যা মেনে নিতে পারছেন না আক্রম। টিম পাকিস্তানের ভূমিকায় অত্যন্ত বিরক্ত তিনি। আজমদের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন পাক ক্রিকেট তারকা৷ আদৌ তাঁরা পাকিস্তানের জার্সিতে খেলার যোগ্য কি না, সেই প্রশ্নও তুলে দিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। এই অবস্থায় বাবরদের খাওয়া-দাওয়া নিয়েও খোঁটা দিলেন আক্রম। বাঁকা সুরেই বললেন, মনে হচ্ছে প্রতিদিন ৮ কেজি করে মাটন খান পাক ক্রিকেটাররা।  পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্রাক্তন পাক অধিনায়ক৷ 

সোমবার চেন্নাইয়ের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে শোচনীয় পরাজয় হয় পাকিস্তানের৷  ৮ উইকেটে হারে বাবরের দল৷ এর ফলে তাদের কাছে সেমিফাইনালে ওঠার রাস্তাও এখন কঠিন হয়ে গিয়েছে। পর পর তিনটি ম্যাচে হেরেছে পাকিস্তান। এর পরেই আক্রম বলেন, “খুবই লজ্জার দিন। মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে গেল আফগানিস্তান। পিচ যেমনই হোক না কেন, ২৮০-২৯০ কম রান নয়। দলের ফিটনেসই তো দেখতে পাচ্ছি না৷ গত দু’বছর ধরে কোনও ফিটনেস পরীক্ষা হয় না। আমরা বার বারই এটা নিয়ে বলে এসেছি। আমি তো এখন ক্রিকেটারদের নাম নিয়েও বলি, যে কার কার ফিটনেস আছে আর কার কার নেই। ওদের দেখে মনে হয় প্রতি দিন ৮ কিলো করে নিহারি (পাঁঠার মাংসের পদ) খায়৷ একটা তো পরীক্ষা হওয়া উচিত। সকলে পেশাদার ক্রিকেটার। টাকা পাচ্ছে খেলার জন্য। দেশের জন্য খেলতে নামছে। একটা নির্দিষ্ট মাপকাঠি তো থাকা উচিত।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *