কলকাতা: সম্প্রতি আসানসোলে নিখোঁজ পোস্টার পড়েছিল তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে৷ এবার নিখোঁজ তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক৷ হদিশ চেয়ে এবার পোস্টার পড়ল হুগলিতে। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে পোস্টার ছেয়ে গিয়েছে গোটা এলাকায়। এ নিয়ে কাঞ্চনের প্রতিক্রিয়া, আমি ‘ভ্যানিশ’ হয়ে যাইনি। তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
আরও পড়ুন- পুলিশকর্মীর মৃত্যু, থানাগুলিকে ডেঙ্গি নিয়ে দেওয়া হল বিশেষ নির্দেশ
শনিবার উত্তরপাড়ার কোতরং এলাকায় কাঞ্চনের ছবি দিয়ে কিছু পোস্টার সাঁটানো হয়। তাতে লেখা ছিল, ‘নিখোঁজ— উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্ধান চাই’। এ নিয়ে কাঞ্চনকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। উত্তরপাড়ার বিজেপি নেতা সঞ্জয় বণিক বলেন, ‘‘নির্বাচনের পর থেকে মানুষ আর কাঞ্চন মল্লিককে পাশে পাননি। দীর্ঘ দিন ধরে মানুষ নানা সমস্যার মধ্যে রয়েছে৷ অথচ তাঁর খোঁজ নেই। তা ছাড়া তিনি যখন প্রার্থী হন তখন কাঞ্চনের দলেরই কিছু লোক তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এই পোস্টার দেওয়া তারই প্রতিফলন।’’
এদিকে পোস্টার প্রসঙ্গে অভিনেতা তথা তৃণমূল বিধায়কের বক্তব্য, ‘‘আমি বেঁচে আছি। সশরীরে আছি। এখনও মিস্টার ইন্ডিয়া হয়ে যাইনি। ভ্যানিশ হয়ে যাইনি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি কাঞ্চন মল্লিক, অশরীরী নই। আমার বিধানসভায় কয়েক হাজার কালীপুজো হয়। আমি তো সুপারম্যান নই যে সব জায়গায় পৌঁছে যাব৷ যাঁদের কাছে যেতে পারছি না তাঁরা আমার নামে পোস্টার দিলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যিনি পোস্টার ফেলেছেন তিনি আমার সঙ্গে বিশেষ ভাবে যোগাযোগ করতে চাইলে করতেই পারেন। তাঁর বাড়ি যাব। এমন সব পোস্টার লাগিয়ে আমাকে তাড়ানো যাবে না। আমি আমার কাজ করে যাব।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>