সাইক্লোন ‘মোকা’র গতিবিধি জানতে চান? হাতের কাছে সমাধান! দেখুন, কী করবেন?

সাইক্লোন ‘মোকা’র গতিবিধি জানতে চান? হাতের কাছে সমাধান! দেখুন, কী করবেন?

কলকাতাঃ ঘূর্ণিঝড় মোকা নিয়ে মুহূর্তে মুহূর্তে বাড়ছে উদ্বেগ। কোথায় ল্যান্ডফল করবে মোকা? সেবিষয়ে এখনও নিশ্চিত তথ্য দেয়নি হাওয়া অফিস। যদিও, মৌসম ভবন সূত্রে খবর, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে তৈরি হতে পারে সাইক্লোন। বৃহস্পতিবার যা উত্তর-উত্তরপশ্চিম দিক বরাবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। এরপর পথ বদল করতে পারে মোকা। বাঁক নিয়ে তা উত্তর-উত্তরপূর্ব দিক বরাবর বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোতে পারে। তবে ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানা যায়নি। 

 

প্রতিনিয়ত ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দিচ্ছে হাওয়া অফিস। যেদিকে কম বেশি সকলেরই নজর রয়েছে। জানেন কি? চাইলে আপনি নিজেই ঝড়ের গতিবিধি জানতে পারবেন? ঘূর্ণিঝড়ের আপডেট জানার জন্য স্মার্টফোন বা কম্পিউটার থাকলেই হল। এক্ষেত্রে সাহায্য করবে ‘সাইক্লোন ট্র্যাকার’। ঘূর্ণিঝড়ের গতিবিধি, গতিবেগ, কোন এলাকায় আঘাত হানতে পারে ঝড়, এই ট্র্যাকার মারফত সেই সব তথ্য জানা সম্ভব। এক্ষেত্রে যে সাইটগুলির সাহায্য নেওয়া যেতে পারে সেগুলি হল- 
 

 

  • জুম আর্থ- ঘূর্ণিঝড় নিয়ে নানা আপডেট এখান থেকে জানা যায়। ঝড়ের বেগ, তাপমাত্রা, গতিবিধি সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যায়। 
  • রেনভিউয়ার ডট কম – এই ওয়েবসাইট থেকেও ঘূর্ণিঝড়ের গতিবিধি জানা যায়। স্মার্টফোনে রেনভিউয়ার অ্যাপ ডাউনলোড করে ঝড় সংক্রান্ত প্রতি মুহূর্তের আপডেট জানতে পারেন।
  • সাইক্লোকেন ডট কম – এই ওয়েবসাইটে ‘মোকা’র গতিপথ নিয়ে আলাদা করে একটা অংশ তৈরি করা হয়েছে। সেখানে ক্লিক করলে ‘মোকা’ সম্পর্কে তথ্য জানা যাবে।

 

তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা সম্পর্কিত তথ্য ওয়েবসাইট মারফত জানা যাবে না। সেক্ষেত্রে একমাত্র ভরসা মৌসম ভবন অথবা আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট। ঘূর্ণিঝড় সংক্রান্ত যাবতীয় তথ্য এবং আপডেট প্রতিনিয়ত দিচ্ছে মৌসম ভবন। ‘মোকা’ তৈরি হলে তা কোন পথ ধরে এগোবে, সে সংক্রান্ত তথ্য দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতরও। ফলে ঝড় এবং আবহাওয়া সংক্রান্ত খবরের জন্য হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে নজর রাখতেই হচ্ছে।

 

মোকার গতিবিধি নিয়ে নিশ্চিত তথ্য জানা না গেলেও ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর রয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। প্রশাসনের তরফে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। আগেভাগেই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করেছে লালবাজার। প্রয়োজনে 9432610450 নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে সাহায্য চাওয়া যাবে বলেও জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য নম্বরগুলি হল- –
2214 1890
2250 5033
2250 5044
2250 5146

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 20 =