শাহজাহান বাহিনীর দখল করা মাঠ মুক্ত, চুন দিয়ে মোছা হল ‘বাঘ’-এর নাম

শাহজাহান বাহিনীর দখল করা মাঠ মুক্ত, চুন দিয়ে মোছা হল ‘বাঘ’-এর নাম

sandeshkhali

সন্দেশখালি: ঋষি অরবিন্দের নাম মুছে করা হয়েছিল ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’। শুধু নাম বদলই নয়, সেই মাঠের দখল নিয়েছিল সন্দেশখালির ‘বাঘ’ ও তাঁর অনুগমীরা৷ যেখানে স্থানীয়দের প্রবেশাধিকার ছিল না৷ বদলে যাওয়া পরিস্থিতিতে সেই মাঠের দখল নিল সন্দেশখালির মানুষ৷ পুলিশি হস্তক্ষেপে অবশেষে দখলমুক্ত শেখ শাহজাহান ফ্যান ক্লাবের মাঠ। বৃহস্পতিবার সকালে মাঠের আশেপাশে থাকা শাহজাহানের নাম লেখা দেওয়ালে চুনকাম করে দেওয়া হল৷ স্থানীয়দের অভিযোগ, ওই মাঠটি দখল নিয়েছিল শাহজাহান-শিবু হাজরারা৷ যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক।

এক সময় ছিল সন্দেশখালি এলাকায় সবচেয়ে বড় এবং ভাল মাঠ হিসাবে ক্রীড়াবিদদের অন্যতম পছন্দের ছিল ঋষি অরবিন্দ মিশন ময়দান৷ কিন্তু টুর্নামেন্ট করার নাম করে সেই মাঠের দখল নেয় শাহজাহানবাহিনী৷ এদিন সকালে পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে সেই মাঠের দখল নিল স্থানীয় মানুষ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 5 =