নেই শৌচাগার, রাত কাটল খোলা আকাশের নীচে, নাকাল রিজার্ভ ভোটকর্মীরা

নেই শৌচাগার, রাত কাটল খোলা আকাশের নীচে, নাকাল রিজার্ভ ভোটকর্মীরা

7d144e4c50c150e2b0261b647b33f879

মুর্শিদাবাদ:  গোটা রাজ্যে বেলাগাম করোনা পরিস্থিতি৷ ভোট মরশুমে আরও বেশি করে গতি পয়েছে সংক্রমণে৷ বারবার মুখো কোভিড বিধি মেনে চলার কথা বলা বলেও কার্যত তার প্রতিফল দেখা যায়নি অধিকাংশ ক্ষেত্রেই৷ তার উপর চরম অব্যবস্থার মধ্যে পড়তে হল রিজার্ভ ভোটকর্মীদের৷ 

আরও পড়ুন- ভোট দিতে গিয়ে দেখলেন তাঁরা ‘মৃত’, বিচিত্র অভিজ্ঞতা তিন ভোটারের

মুর্শিদাবাদে ভোট পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ ভোট কর্মীরা রাতভর চরম হেনস্থার শিকার হলেন৷ চরম দুরাবস্থার মধ্যে ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা৷ সোমবার মুর্শিদাবাদের ৬২ নম্বর বিধানসভা কেন্দ্রের ভোট পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ ভোট কর্মীরা ভগবানগোলা ব্লক প্রশাসনের চরম অবহেলার শিকার হলেন৷ প্রতি মুহূর্তে নাজেহাল হতে হল তাঁদের। এদিন সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিজার্ভ ভোটকর্মীরা তাঁদের শোচনীর পরিস্থিতির কথা জানান। তাঁরা জানান, ন্যূনতম পরিকাঠামো ছাড়াই রিজার্ভে থাকা ভোট কর্মীদের রবিবার রাতে তুলে আনা হয় এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে। এমনকী সেখানেও চরম অমানবিক আচরণ করা হয়৷ তাঁদের রাত্রিবাসের কোন রকম ব্যবস্থা সেখানে ছিল না৷ উল্টে রাতভর রাখা হয় বাড়ির ছাদে খোলা আকাশের নীচে৷ অন্যদিকে শৌচাগার নিয়েই চরম সমস্যায় পড়তে হয় ভোটকর্মীদের৷ অভিযোগ, তাঁদের জন্য কোনও রকম ব্যবস্থা করা হয়নি সেক্টর অফিসারের তরফে৷ আজ সকালে সেই ক্ষোভ উগড়ে দেন ভোট কর্মীরা। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *