ভোটার তালিকায় নাম তুলতে সমস্যা? গুচ্ছ নির্দেশ কমিশনের

ভোটার তালিকায় নাম তুলতে সমস্যা? গুচ্ছ নির্দেশ কমিশনের

 

কলকাতা: কীভাবে তৈরি হবে ত্রুটিমুক্ত ভোটার তালিকা? এবার জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব৷ করোনা আবহের ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া যাতে মসৃণ করা যায়, নিশ্চিত করতে প্রশাসনিক কর্তাদের পরামর্শ দিয়েছেন নির্বাচনী আধিকারিক৷ করোনা পরিস্থিতির মধ্যেও ভোটের প্রস্তুতি নিয়ে সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচনী আধিকারিকরা৷ বৈঠকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি৷

জেলার রিটার্নিং অফিসার পদে দায়িত্ব থাকে জেলার জেলাশাসকদের উপর৷ এদিনের বৈঠকে জেলার নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার উপর সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে৷ আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভোটার তালিকার উপর নজর রাখতে শুরু করেছে কমিশন৷ কোনও ভোটারের নাম সংযোজন করা হোক কিংবা বিয়োজন, কোনও নাম বাতিল করতে হলে, কেন তা বাতিল করা হল, তা বিস্তারিত জানাতে বলা হয়েছে৷ ভোটার তালিকা নিয়ে যেন কোনও অভিযোগ না ওঠে, তা নিয়েও করা হয়েছে সতর্ক৷ বিএলওদের নির্ধারিত সময়ে বুথে বসারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ কোনও অভিযোগ এলে, তা যাতে দ্রুত সমধান করা হয়, সে বিষয়েও নজর দিতে বলা হয়েছে৷

সোমবার সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলের একাংশের তরফে অভিযোগ তোলা হয়, বুথ লেভেল অফিসার বা বিএলওরা নির্ধারিত সময় বুথে বসেন না৷ তাতে সমস্যায় পড়েন সাধারণ জমতা৷ ফলে, আগামী দিনে যাতে একই অভিযোগ না ওঠে, সে ব্যাপারেও সতর্ক করেছে নির্বাচন কমিশন৷ আগামী ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে৷ ১৫ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + sixteen =