বহরমপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বাকবিতণ্ডায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার পরিস্থিতি। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ইস্যুকে কেন্দ্র করে নতুন করে বিতর্কে জড়াচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। একদিকে লোকসভা নির্বাচনে সাফল্যের পর বিধানসভাতেও সাফল্য পেতে মরিয়া বিজেপি, অন্যদিকে ক্ষমতা ধরে রেখে ফের সরকার গড়তে বদ্ধপরিকর তৃণমূলও। এই আবহেই এবার চাঞ্চল্যকর এক অভিযোগ আনলেন গেরুয়া শিবিরের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।
মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর সহ রাজ্যের একাধিক জেলায় ভোটারদের সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে, এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এভাবে ভোটার তালিকা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে মানুষের প্রতি তাঁর উপদেশ, ‘‘জেলায় অস্বাভাবিক হারে ভোটার বাড়লে নির্বাচন কমিশনকে জানান, অডিট করার আবেদন করুন।’’
মুর্শিদাবাদের বহরমপুরের কিষাণ মোর্চা সভায় উপস্থিত হয়েছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সেই সভা থেকেই ভোটার তালিকার বৃদ্ধি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কোনও বিশেষ কারণ ছাড়াই এভাবে ভোটারদের সংখ্যা বেড়ে যাওয়াকে যে মোটেই খুব একটা ভালো চোখে দেখা হচ্ছে না, স্বপন দাশগুপ্তের কথাতেই তা স্পষ্ট হয়েছে। মুর্শিদাবাদের জনগণের কাছে নতুন করে ভোটার অডিট করার আর্জি জানিয়েছেন স্বপন দাশগুপ্ত। তাঁর কথায়, ‘‘অডিট হওয়া খুব দরকার মুর্শিদাবাদে।’’
এদিনের সভায় স্বপন দাশগুপ্ত যখন ভোটার তালিকা বৃদ্ধি নিয়ে বার্তা দিয়েছেন, তখন আরেক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জোর দিয়েছেন রাজ্যের কৃষকদের অবস্থার উপর। তিনি বলেছেন, ‘‘রাজ্যের কৃষকরা প্রায় অনাহারে রয়েছেন৷ সেই সময় তৃণমূল সরকার কৃষকদের বিভ্রান্ত করছে।’’ বস্তুত, এভাবেই মুর্শিদাবাদ তথা বহরমপুরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর একচেটিয়া জনপ্রিয়তায় ভাগ বসাতে তৎপর হয়েছে গেরুয়া শিবির৷