ভোটার তালিকা সংশোধনে শেষ সুযোগ! আজ গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশন

ভোটার তালিকা সংশোধনে শেষ সুযোগ! আজ গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশন

কলকাতা: কোভিড-পরিস্থিতির মধ্যে শেষ হয়েছে বিহার বিধানসভা নির্বাচন৷ আগামিকাল ফল ঘোষণা৷ বিহারের পর এবার পালা বাংলার৷ শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি৷ আজ দুপুরে রয়েছে নির্বাচন কমিশনের সর্বদল বৈঠক৷ সর্বদল বৈঠকের পরপরই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে৷ করোনা-বিধি মেনে কীভাবে হবে ভোটার তালিকা সংশোধনের কাজ? মূলত তা নিয়ে আজ রাজনৈতিক দলগুলির মতামত জানতে চাইতে পারে কমিশন৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের নেতৃত্বে আজ হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক৷জানা গিয়েছে, আজ দুপুর ২টো নাগাদ এই বৈঠকের পর মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব৷

আগের ঘোষণা অনুযায়ী ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভোটার তালিকার কাজ৷ এই প্রক্রিয়ায় নতুন নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, ঠিকানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কাজ করানো যাবে৷ একই সঙ্গে নামের বানান সংশোধন সহ একাধিক পরিষেবা পাওয়া যাবে এই পর্বে৷ কিন্তু, করোনা পরিস্থিতির মধ্যে এই সমস্ত পরিষেবা দেওয়া এখন বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে৷ আজ সর্বদলীয় বৈঠকে তা নিয়েও হতে পারে আলোচনা৷

নয়া তালিকা অনুযায়ী বাংলায় ভোটারের সংখ্যা ৭ কোটির কাছাকাছি৷ ২০২১ সালের জানুয়ারির মধ্যে যাঁদের বয়স ১৮ বছর উত্তীর্ণ হয়ে যাবে, তাঁরা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন নতুন ভোটার হিসাবে৷ বিধানসভা নির্বাচনের আগে এটাই সম্ভাবত ভোটার তালিকা সংশোধনের শেষ সুযোগ৷ কেননা, এরপর চূড়ান্ত দফার তালিকা প্রকাশ করা হবে৷ সেই অনুযায়ী হতে পারে নির্বাচন৷ আজ নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠকে অংশে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের ন’টি স্বীকৃত রাজনৈতিক দলে দু’জন করে প্রতিনিধিকে৷ দূরত্ববিধি বজায় রেখে ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি নিয়ে হতে পারে বিস্তারিত আলোচনা৷ কোভিড-কালে কীভাবে ভোটের প্রস্তুতি নেওয়া যেতে পারে, তা নিয়েও হতে পারে আলোচনা৷ জারি হতে পারে একগুচ্ছ নির্দেশিকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =