স্বর্গীয় মাকে টেনে ভোটের মঞ্চে আবেগ মমতার! চাইলেন ভোট

স্বর্গীয় মাকে টেনে ভোটের মঞ্চে আবেগ মমতার! চাইলেন ভোট

 

পিংলা: ‘ভোটটা দেবেন তো আমায়?’ শেষ বেলায় কাতর আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার যখন দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রথম দফার ভোট গ্রহণ চলছে, সেই সময় পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রে বিশাল জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চ থেকে মায়ের ‘সেন্টিমেন্ট’ দিয়ে এবার কার্যত ভোটে প্রার্থনার পথে মুখ্যমন্ত্রী৷ তবে কি আসন্ন ২ মে নির্বাচনের ফলাফলের আগাম আভাস কিছু পেয়েছেন তৃণমূল সুপ্রিমো?

শনিবার পিংলার সভায় পটচিত্রের মতো ক্ষুদ্র শিল্প গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করলেন মমতা৷ কথা বলতে বলতে হঠাৎ নিজের স্বর্গীয় মাকে নিয়ে মমতা বললেন, “আমার যখন মা মারা গেল তখন আমার খুব দুঃখ হত। আমি মায়ের মুখ না দেখে বাড়ি থেকে বের হতাম না। এখন ফটো দেখে বের হই। আর ফটোটা ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি। আমি যখন আপনাদের দেখি তখন আমার মনে হয়, এই তো এরাই সবাই আমার মা। এরাই তো আমার ঘরের বোন। এরাই তো আমার পরিবারের বউ। এদের দেখে আমি শান্তি পাই। তাই তো বারবার আপনাদের কাছে ফিরে আসি।”

তিনি আরও বললেন, “আমি নিজে সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না। এক পয়সার চাও খাইনা। আমি বাংলার মানুষের হয়ে কাজ করি। আমি বাংলাকে ভালোবাসি।” সভার প্রায় শেষের দিকে তিনি জনগণের উদ্দেশ্যে বললেন, “মা-বোনেরা ভোট টা দেবেন তো আমায়? সরকারে যদি আমাকে দেখতে চান তাহলে কিন্তু তৃণমূলকেই ভোটটা দিতে হবে। দেবেন তো? মা-বোনেদের আশীর্বাদ পাব তো? বহিরাগত গুন্ডাদের বাংলা দখল করতে দেবেন না তো মা-বোনেরা?”

শনিবার থেকে শুরু হওয়া ৮ দফা বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতির ময়দান। কোন দল সরকার গঠন করবে তা নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে রাজনৈতিক মহলে। তবে রাজ্যে ভারতীয় জনতা পার্টির উত্থান চোখে পড়ার মতো। তবে কি বিজেপির কথাই সত্যি? তবে কি বার চাপে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই চাপ থেকেই কী এবার স্বর্গীয় মায়ের সেন্টিমেন্ট দেখিয়ে ভোট প্রার্থনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 20 =