খুব জলদি মেটা এআই-এ আসছে ভয়েস মেসেজিং ফিচার! চমক হোয়াটসঅ্যাপে

কলকাতা: এবার সোশ্যাাল মিডিয়াতেও ঢুকে পড়ল এআই৷ হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বা ইনস্টাগ্রাম খুললেই জ্বলজ্বল করছে মেটা এআই। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো এই চ্যাটবট নিয়ে তুঙ্গে চর্চা৷…

কলকাতা: এবার সোশ্যাাল মিডিয়াতেও ঢুকে পড়ল এআই৷ হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বা ইনস্টাগ্রাম খুললেই জ্বলজ্বল করছে মেটা এআই। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো এই চ্যাটবট নিয়ে তুঙ্গে চর্চা৷ এআই-এর কাছে রয়েছে সব প্রশ্নের জবাব৷ যা ইচ্ছে জিজ্ঞাসা করলেই মিলবে সলুক সন্ধান৷ মনের মতো ছবি বানাতে চান, সেতো এআইয়ের কাছে বাঁ হাতের খেলা। এত কিছুর সঙ্গেই এবার গ্রাহকদের জন্য নতুন সুবিধা আনতে চলেছে মেটা। মেটা এআই-এ এবার মিলবে ভয়েস মেসেজের সুবিধা।

 

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজিংয়ের ফিচার বেশ পুরনো। তেমনই ফিচার এবার জুড়তে চলেছে মেটা এআই-তে। কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে কিছু জানতে হলে আর টেক্সট লিখতে হবে না, ভয়েস মেসেজ পাঠালেই মিলবে উত্তর।

 

আপাতত এই ফিটারের বিটা ভার্সনে পরীক্ষা করে দেখছে হোয়াটসঅ্যাপ। পরীক্ষা শেষ হলেই মেটা এআই চ্যাটবটে জুড়ে যাবে ভয়েস মেসেজের অপশন।