শীঘ্রই ভারতের সঙ্গে জুড়েযাবে POK! মন্তব্য ভিকে সিং-এর, রাউত বললেন, আগে ‘মণিপুর’

শীঘ্রই ভারতের সঙ্গে জুড়েযাবে POK! মন্তব্য ভিকে সিং-এর, রাউত বললেন, আগে ‘মণিপুর’

vk singh

জয়পুর: কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় সেনার প্রাক্তন প্রধান ভিকে সিং-এর কথায় চাঞ্চল্য৷ নির্বাচনমুখী রাজস্থানের দৌসায় দাঁড়িয়ে তিনি বলেন, শীঘ্রই নিজে ‘থেকেই’ ভারতের সঙ্গে মিশে যাবে পাক-অধিকৃত কাশ্মীর। 

নির্বাচনমুখী রাজস্থানের দৌসায় গিয়ে ভিকে সিং বলেন, দীর্ঘদিন ধরেই ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শিয়া মুসলিমরা৷ তাঁদের দাবি, লাদাখের কারগিল চেকপোস্ট ফের খুলে দেওয়া হোক। সেই দাবির বিষয়েই দৌসায় এক সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিংকে। জবাবে তিনি বলেন, “শীঘ্রই নিজে থেকে ভারতের সঙ্গে একীভূত হয়েযাবে পাক অধিকৃত কাশ্মীর। একটু অপেক্ষা করুন।”

নির্বাচনকে পাখির চোখ করে রাজস্থানে প্রচারে ঝড় তুলতে শুরু করেছে বিজেপি। মরু রাজ্যে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও৷ এই উপলক্ষে দৌসায় এসেছিলেন জেনারেল ভিকে সিংও। সেই সময়ই পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি৷ তবে শুধু পাকিস্তান নয়, সীমান্তে চিনা আগ্রাসন নিয়েও এদিন প্রশ্ন করা হয় তাঁকে। সম্প্রতি সরকারি ভাবে চিন একটি মনচিত্র প্রকাশ করে। যেখানে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকে নিজেদের বলে জাবি জানায় বেজিং। এপ্রসঙ্গে ভিকে সিং বলেন, “এটা তো চিনের পুরোনো অভ্যাস। ভারতের কিছু অংশ নিয়ে ওঁরা মানচিত্র প্রকাশ করে৷ তবে এতে কিছু করতে পারবে না। এতে কিছু বদলাবেও না। কোন এলাকাগুলি আমাদের, সরকার তা স্পষ্ট করে দিয়েছে। অবান্তর দাবি করলেই অন্যের এলাকা তাদের হয়ে যাবে না।”

ভিকে সিংয়ের মন্তব্যের প্রেক্ষিতে উদ্ধবপন্থী শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘আমরা চিরকালই অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছি। যদি সত্যি সত্যি পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা আনন্দিতই হব। তবে ভিকে সিং যখন সেনা প্রধান ছিলেন, তসেই সময়ই এই বিষয়টিকে বাস্তবে পরিণত করা উচিত ছিল তাঁর। এখন তিনি এটা কীভাবে করবেন?’’ তিনি আরও বলেন, ‘যদি পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার কোনও প্রচেষ্টা হয়, তাহলে আমরা তাতে সমর্থন জানাব। তবে তার আগে মণিপুরকে শান্ত করা হোক।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 17 =