জানুয়ারিতে বাবা হচ্ছেন কোহলি! অভিনন্দনের বন্যায় ভাসছেন বিরুষ্কা

এদিন সকালবেলা সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। এর ক্যাপশন ছিল, ‘অ্যান্ড দেন উই ওয়্যার থ্রি! অ্যারাইভিং জানুয়ারি ২০২১।’ অর্থাৎ, দুই থেকে তিন জন হতে চলেছেন বিরাট এবং অনুষ্কা। আগামী জানুয়ারি মাসে জন্মাতে চলেছে তাঁদের সন্তান।

আবু ধাবি: ২০২০ সাল প্রথম থেকেই যেন অপয়া। করোনা ভাইরাসের মতো অভূতপূর্ব রোগ এবং মহামারী এই বছরেই বিপর্যস্ত করেছে বিশ্বের জনজীবন। এরপর একের পর এক প্রতিভাশালী ব্যক্তিত্বের মৃত্যু সাধারণ ভারতীয়দের বিচলিত করেছে। ঋষি কাপুর, ইরফান খান থেকে সুশান্ত সিং আমাদের ছেড়ে চলে গেছেন। দেশের গর্ব পণ্ডিত যশরাজ কিছুদিন আগে চলে গেলেন। কবে এই সালটা পেরিয়ে নতুন বছর আসবে তারই অপেক্ষায় এখন সবাই। তবে ২০২০ কিন্তু শুধুই দুঃখের বার্তা দিচ্ছে না, এদিক ওদিক থেকে আসছে খুশির খবরও। বৃহস্পতিবারের সকালে তেমনই এক আনন্দের খবর দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ইনস্টাগ্রামে এই ছবিই পোস্ট করেছেন বিরাট কোহলি। 

এদিন সকালবেলা সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। এর ক্যাপশন ছিল, ‘অ্যান্ড দেন উই ওয়্যার থ্রি! অ্যারাইভিং জানুয়ারি ২০২১।’ অর্থাৎ, দুই থেকে তিন জন হতে চলেছেন বিরাট এবং অনুষ্কা। আগামী জানুয়ারি মাসে জন্মাতে চলেছে তাঁদের সন্তান। ছবিতে কালো পোশাক পরা অনুষ্কার ‘বেবি-বাম্প’ সবারই চোখে পড়বে। বলা বাহুল, ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট হওয়ার পর অভিনন্দনের বন্যায় ভেসে গেছে ভারত অধিনায়কের টুইটার প্রোফাইল। ক্রিকেটাররা তো বটেই, বরুণ ধাওয়ান, সানিয়া মির্জা, নীতি মোহনের মতো অন্যান্য পেশার কৃতীরাও শুভেচ্ছা জানাতে ভোলেননি।

ভারতীয় দলের টিম মেটদের সবাইক অভিনন্দন জানিয়েছেন বিরাট এবং অনুষ্কাকে। আরসিবির প্রাক্তন টিম মেট ক্রিস গেল শুভেচ্ছা জানিয়ে লিখলেন ‘কাকা’। প্রসঙ্গত, আইপিএল খেলতে এখন আরব আমিরশাহিতে আছেন বিরাট। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টির মহাযজ্ঞ। এই নিয়ে তিন বার ভারতের বাইরে আয়োজিত হচ্ছে আইপিএল। এর আগের দু’বারের ক্ষেত্রে কারণ ছিল নির্বাচন। এবার করোনা অতিমারির কারণে আমিরশাহিতে এনে ফেলা হয়েছে প্রতিযোগিতা। যাই হোক, বিরাট এবং অনুষ্কার দেওয়া এই সুখবরে দারুণ খুশি তাঁদের ভক্তরা।          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + twenty =