virat kohli
মুম্বই: মুম্বইয়ের মাঠে বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন সচিন তেন্ডুলকরের কন্যা সারা। এদিকে, মাঠে তখন ব্যাটে ঝড় তুলেছেন শুভমন গিল। ৯২ রানের লম্বা ইনিংসও খেলেন তিনি। সারা এবং শুভমনের সম্পর্ক এখন এক কথায় টক অফ দ্য টাউন৷ নেট পাড়ায় চর্চিত যুগলকে একসঙ্গে মুম্বইয়ের মাঠে পেয়ে সমর্থকেরা সারার নাম নিয়ে শুভমনকে বিরক্ত করতে শুরু করে দেন। তখনই ময়দানে নামেন বিরাট৷ তাঁদের থামিয়ে দেন কোহলি।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে ৩৫৭ রান তোলে ভারত। শুভমন এবং বিরাট কোহলি মিলে জোড়েন ১৮৯ রান৷ শুভমন করেন ৯২ রান এবং বিরাটের ব্যাট থেকে আসে ৮৮ রান। এর পর ফিল্ডিং করার সময় তাঁদের দু’জনকে স্লিপে পাশাপাশি দাঁড়াতে দেখা যায়৷ তখনই শুভমনের উদ্দেশে দর্শকেরা চিৎকার করতে শুরু করেন, “আমাদের বৌদি কেমন হবে? সারা বৌদির মতো হবেন (হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি য্যায়সি হো)।” সেই সময় স্লিপে শুভমনের পাশে এসে দাঁড়ান বিরাট। তিনি দর্শকদের উদ্দেশ্য করে থামার ইঙ্গিত করেন। তখন শোনা যায়, দর্শকেরা শুভমনের নাম ধরে চেচাঁচ্ছেন৷